West Bardhaman News: এবার পাহাড় যাওয়া হবে আরও সহজ! দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা শীতের শুরুতেই পর্যটকদের দিল দারুণ উপহার

Last Updated:

বাসেই এবার যাওয়া যাবে শৈলশহরে পকেটেও চাপ পড়বে না খুব বেশি। দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা সুযোগ করে দিল পর্যটকদের কাছে। তাও আবার কম খরচে আরামদায়ক জার্নি।

+
এসবিএসটিসি'র

এসবিএসটিসি'র দেওয়া নতুন বাস।

আসানসোল: পর্যটনের মরশুমে নতুন সুখবর দিল এসবিএসটিসি। এবার পাহাড় যাওয়ার জন্য চিন্তা কমল শিল্পাঞ্চলের মানুষের। আর বসে থাকতে হবে না ট্রেনের টিকিটের আশায়। বাসেই এবার যাওয়া যাবে শৈলশহরে পকেটেও চাপ পড়বে না খুব বেশি। দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা সুযোগ করে দিল পর্যটকদের কাছে। তাও আবার কম খরচে আরামদায়ক জার্নি।
সম্প্রতি, আসানসোল থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য নতুন একটি ডিলাক্স বাস দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এসবিএসটিসির উদ্যোগে আসানসোল থেকে শিলিগুড়ি যাওয়ার নতুন এই ডিলাক্স বাসটি চলাচল শুরু করেছে। রাজ্যের পরিবহন মন্ত্রী এই বাসটির উদ্বোধন করেছেন। নতুন এই বাসটি শুরু হওয়ার ফলে শিল্পাঞ্চল থেকে শৈলশহরের যাওয়ার সময় কমবে বলে আশা করা হচ্ছে।
advertisement
advertisement
এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন দুপুর তিনটে ৫০ মিনিট নাগাদ এই বাসটি আসানসোল থেকে ছাড়বে। দুর্গাপুর পৌঁছবে বিকেল ৫ টা বেজে ১৫ মিনিটে। আসানসোল থেকে ছেড়ে এই ডিলাক্স বাসটি দুর্গাপুর, মালদা, রায়গঞ্জ হয়ে পৌঁছবে শিলিগুড়ি।  প্রত্যেকদিন বাসটি শিলিগুড়ি থেকে ছাড়বে বিকেল পাঁচটা পনেরো মিনিট নাগাদ। তারপর একই রাস্তা ধরে ফিরবে শিলিগুড়িতে।
advertisement
বাসের উদ্বোধন অনুষ্ঠানে এসে এবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল জানিয়েছেন, নতুন এই বাস চালু হওয়ার ফলে পর্যটকদের অনেক সুবিধা হবে। বাসে সরাসরি শৈলশহর পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। ডিলাক্স বাসে সফর হবে আরামদায়ক। একইসঙ্গে দুর্গাপুর থেকে রাত্রিকালীন দীঘা যাওয়ারও একটি নতুন বাস উদ্বোধন করা হয়েছে। পর্যটনের মরশুমে এসবিএসটিসির এই নতুন বাসগুলি চালু হওয়ার খবরে খুশির হাওয়া শিল্পাঞ্চলে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: এবার পাহাড় যাওয়া হবে আরও সহজ! দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা শীতের শুরুতেই পর্যটকদের দিল দারুণ উপহার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement