Kolkata News: বেহালায় বিরাট চুরি! ২০ লক্ষ টাকার গয়না লোপাট, অর্ধেক আপেল খেয়ে টেবিলেই রেখে গেল চোর
- Published by:Sayani Rana
- Written by:SHANKU SANTRA
Last Updated:
বেহালা সখের বাজারে দুঃসাহসিক চুরি। চুরি করার পর চোর আপেল খেয়ে ডাইনিং টেবিলের ওপর রেখে গেল অর্ধেক খাওয়া আপেল। চুরি হয়েছে ২০ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ৮০ হাজার টাকা।
কলকাতা: বেহালা সখের বাজারে দুঃসাহসিক চুরি। চুরি করার পর চোর আপেল খেয়ে ডাইনিং টেবিলের ওপর রেখে গেল অর্ধেক খাওয়া আপেল। পুলিশ সূত্রের খবর, ওই আপেল পরীক্ষার জন্য পাঠানো হবে। ঘটনাটি ঘটেছে বেহালা সখের বাজার এলাকায়। সপরিবারে ২৩ শে নভেম্বর জগদ্ধাত্রী পুজোর ঠাকুর ভাসান দেখতে গিয়েছিলেন। ২৫ শে নভেম্বর, শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরে তাঁরা দেখেন যে, তার ঘরের দরজার তালা ভাঙা।
ঘরের ভেতরে ঢুকতেই চক্ষু চরক গাছ হয়ে যায় পরিবারের সবার। লণ্ডভণ্ড অবস্থায় ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে। প্রত্যেকটি ঘরের আলমারি খোলা এবং আলমারির ভেতরে যা ছিল সবই চুরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
advertisement
বাড়ির মালিকের অভিযোগ আলমারির ভেতরে প্রায় ২০ লক্ষ টাকার সোনার গয়না ছিল এবং ৮০ হাজার টাকা নগদ ছিল। সে সমস্তই চুরি গিয়েছে বলে তিনি দাবী করেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
বাড়িতে ফ্রিজের ভেতরে রাখা ছিল আপেল। তিনি বলেন, ঘরের ভেতরে ঢুকে দেখেন একটি আপেল অর্ধেক খাওয়া অবস্থায় ডাইনিং টেবিলের ওপর রাখা ছিল। তার সন্দেহ ওই আপেল চোরেরাই খেয়ে রেখেছে। তবে আপেল দেখে অনেকেই মনে করছেন একদিন আগে খাওয়া ওটি। তদন্তে নেমে হরিদেব পুর থানার পুলিশ ,অভিযোগকারীদের বয়ান অনুযায়ী পাশের বাড়ির একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
advertisement
অন্যদিকে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই বাড়িতে চুরি করতে একাধিক চোর এসেছিল বলে ধারণা করছেন তদন্তকারীদের। যেহেতু তিন দিন বাড়িতে কেউ ছিল না, তাই বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কবে চুরি হয়েছে, সেটা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2023 11:18 AM IST