South 24 Parganas News: গভীর সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের ‌যন্ত্রাংশ কেটে কী হচ্ছে এসব! জানলে চোখ কপালে উঠবে

Last Updated:

বঙ্গোপসাগরে মাঝেমধ্যেই ঘটে জাহাজডুবির ঘটনা। এরপর সেগুলি থেকে যায় সমুদ্রের অতল গহ্বরে। তারপর সেই জাহাজ কেটে আনার কাজ করে এক শ্রেণীর অসাধু ব্যক্তি।

+
ট্রলার

ট্রলার মা নাফিসা

দক্ষিণ ২৪ পরগনা: বঙ্গোপসাগরে মাঝেমধ্যেই ঘটে জাহাজডুবির ঘটনা। আবার কখনও যান্ত্রিক গোলযোগের কারণে বিমান দুর্ঘটনা ঘটলে তা ভেঙে পড়ে সাগরে। আর তারপর সেগুলি থেকে যায় সমুদ্রের অতল গহ্বরে। কিন্তু তার পর কি হয় সেগুলির ? সমুদ্রে বছরের পর বছর পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় লাখ লাখ টাকার সামগ্রী। তবে লোহা, স্টেনলেস স্টীল এসব নষ্ট হয় না। তাই বেশ কয়েকবছর ধরে সেগুলি কেটে আনা হচ্ছে।
এই জাহাজ কাটার কাজ করছে বেশ কিছু ব্যক্তি। সমুদ্রের গভীরে গিয়ে সেগুলি কেটে আনা হচ্ছে। তবে এসব কিছু করা হয় খুব গোপনে। সুন্দরবন পুলিশ ও জেলার পুলিশ তাদের সন্ধানে থাকে সারাবছর ।
advertisement
সম্প্রতি, এরকম কাজের সঙ্গে জড়িত একটি ট্রলারকে চিহ্নিত করেছে পুলিশ। জাহাজের যন্ত্রাংশ কেটে আনার সময় মৌসুনির বটতলায় এই ট্রলারটিকে দেখতে পায় পুলিশ। সেখানে স্টেনলেস স্টিল ও অন্যান্য ধাতব পদার্থ ছিল।
advertisement
সেই ধাতব পদার্থ সাধরণত দেখতে পাওয়া যায়না। পুলিশের অনুমান সেগুলি জাহাজ থেকেই কেটে আনা হয়েছে। বর্তমানে সেই সামগ্রীগুলিকে পরীক্ষার জন্য পাঠাবে পুলিশ। ঘটনার সঙ্গে কোনও চক্রের যোগ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এখন দেখার কবে ধরা পড়ে এই চক্রের সদস্যরা।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: গভীর সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের ‌যন্ত্রাংশ কেটে কী হচ্ছে এসব! জানলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement