Kolkata News: কলকাতায় ফের খুনের ঘটনা! ধারালো অস্ত্র দিয়ে কোপ শরীর জুড়ে
- Published by:Sayani Rana
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
ফের কুপিয়ে খুনের অভিযোগ কলকাতায়। এবার কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদা বাজার এলাকায় কাছে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
কলকাতা: ফের কুপিয়ে খুনের অভিযোগ কলকাতায়। এবার কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদা বাজার এলাকায় কাছে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতের বয়স ৫৭ বছর। দেহে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গিয়েছে। দেহ উদ্ধার করে সিএনএমসিতে পাঠিয়েছে পুলিশ।
পারিবারিক কোনও বচসার জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহের পেটের কাছে একটা কোপানোর চিহ্ন পাওয়া গিয়েছে। ভোর ৪:১০ নাগাদ এই ঘটনা ঘটে বলে খবর পুলিশ সূত্রে খবর। যিনি খুন হয়েছেন, তিনি অন্যের জমিতে ভাগে চাষ করতেন, তাছাড়া গরু প্রতিপালন করে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের পক্ষ থেকে সন্দেহ মূলত মৃতের ভাগ্নির স্বামীর দিকেই।
advertisement
advertisement
পরিবার সূত্রে দাবি, মৃতের ভাগ্নির উপর তাঁর বর অত্যাচার করতো বলেই তাঁকে নিজেদের বাড়িতেই এনে রেখেছিলেন মামা। কিন্তু তাঁদের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে ভাগ্নিকে মারধর করতো ভাগ্নি জামাই। সেই নিয়েই দীর্ঘদিনের একটা পারিবারিক সমস্যা ছিল তাঁদের মধ্যে। সেই আক্রোশ থেকেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুরো ঘটনার তদন্ত চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 11:53 AM IST