বেলা দশটা হতে না হতেই বাড়ির ব্যবহারযোগ্য জলের ট্যাঙ্কর জল আগুন হয়ে যায়। এই অবস্থায় বিনা খরচে বাড়ির জল ট্যাঙ্কের গরম জলকে ঠান্ডা করার জন্য অভিনব উপায় বের করলেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক নম্বর ব্লকের সাহাপুরের বাসিন্দা কালিব দাস। তিনি তাঁর বাড়ির ছাদের জলাধারের জল অভিনব উপায়ে খড়ের ছাউনি করে ঢেকে দিচ্ছেন। যার ফলে সরাসরি সেখানে রোদ পৌঁছাতে না পারায় জল অনেকটাই ঠান্ডা হয়েছে। নিজের বুদ্ধি ব্যবহার করে সফল হয়েছেন কালিব।
advertisement
আরও পড়ুন – Asia Cup: কোথায় হবে এশিয়া কাপ, পাকিস্তানে হবে ম্যাচ, ভারত কী করে অংশ নেবে কাটল জট
কালিব বলেন এই তীব্র গরমে জলের ট্যাঙ্ক গরম হয়ে যাওয়ায় জল ব্যবহার করা যাচ্ছিল না। এই পরিস্থিতি তিনি তাঁর বাড়ির পাশ থেকে কিছু খড়ের গাদা এনে জলের ট্যাঙ্ক ঢাকা দিয়ে দেওয়ায় ট্যাঙ্কের গরম জল খুব সহজেই এখন ঠান্ডা থাকছে। এই গরমে সকলকেই এভাবে জল ঠান্ডা রাখার পরামর্শ দিচ্ছেন কালিব।
আরও পড়ুন – ‘বোঝেন তো! সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়’ আরামবাগে মাটি মাফিয়াদের কাণ্ড
কালিবের অভিনব এই উপায়কে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ তপন চক্রবর্তী তিনি বলেন গরমের দিনে পরিবেশে তাপমাত্রা থাকে বেশি, অর্থাৎ বায়ুমণ্ডল একটু বেশি গরম থাকে অন্য সময় তুলনায়। খড়ের ঘরে সূর্যের তাপ ঘরের ভিতরে ঢুকতে পারেনা। ফলে খড়ের ঘরের ভিতরটা থাকে ঠান্ডা। পরিবেশবিদ তপন চক্রবর্তী আরো জানান যে খড় হল তাপের জন্য কুপরিবাহী। তাই জলের ট্যাঙ্কিতে খড়ের ছাউনি দেওয়াতে খড়ের ভিতর দিয়ে তাপ ভেতরে প্রবেশ করতে পারে না। জলের ট্যাঙ্কিতে সূর্যের তাপ প্রবেশ করতে না পারলে জল ঠান্ডা ও স্বাভাবিক মাত্রায় থাকে। তপনবাবু আরো জানান এই তীব্র তাপপ্রবাহ বাড়ির জল ট্যাঙ্কির জলকে প্রত্যেকেই এই ভাবেই বিনা খরচে খড়ের ছাউনি দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন। এর ফলে ট্যাঙ্কির গরম জল থেকে খুব সহজেই নিস্তার মিলবে।
Piya Gupta