'বোঝেন তো! সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়' আরামবাগে মাটি মাফিয়াদের কাণ্ড

Last Updated:

সারাদিন শয়ে শয়ে মাটি ট্রলিতে করে সার দিয়ে পাচার হচ্ছে মাটি।ভূমি সংস্কার দফতর,থানা,এসডিও,বিডিও কারুর কাছে খবর নেই? আরামবাগে মাটি মাফিয়াদের একচ্ছত্র আধিপত্য কি, প্রশাসনের মদতে না উদাসীনতায়? প্রশ্ন উঠছে।

'বোঝেন তো! সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়' আরামবাগে মাটি মাফিয়াদের কাণ্ড
'বোঝেন তো! সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়' আরামবাগে মাটি মাফিয়াদের কাণ্ড
আরামবাগ:  মাটি মাফিয়াদের দৌরাত্ম্য! এলাকার মানুষের বিস্তর অভিযোগ থাকলেও প্রশাসনের জবাব, ‘‘আমার বিশদে জানা নেই।’’ ব্লক প্রশাসনের কর্তা বলেন যে, তিনি অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন।যারা মাটি কেটে নিয়ে যাচ্ছে তাদের সাফ কথা ‘’বোঝেন তো! সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়।’’ অন্যদিকে ওয়াকিবহাল মহলের দাবি যতই ঢাকঢোল পিটিয়ে প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলুক।তা কোনদিন কি সম্ভব নয়।
হুগলি আরামবাগ ব্লকে মাধবপুর পঞ্চায়েতের ঢিল ছড়া দূরত্বে অবৈধভাবে মাটি কেটে পাচার হচ্ছে।এলাকা সূত্রে জানা গেল, সমীরণ কোনার নামে একজন শাহ আলম খানকে মাটি বিক্রি করছে। সমীরনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি মাটি কাটছেন ম্যানেজ করে। সবার সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে তবেই সে কাজ করছে। তবে সমীরনের মাটি কাটার যে রয়েলটি কাগজ নেই, সেটা প্রথমেই সে স্বীকার করেছে সে।তবে এই কাজ সম্ভব কিভাবে? তিনি ফোনেই জানিয়েছিল,প্রশাসনকে ম্যানেজ করে কাজটা করছে সে। এখন প্রশ্ন,ম্যানেজ কাকে বলে?
advertisement
আরও দেখুন
advertisement
আরামবাগ মহকুমা ভূমি সংস্কার আধিকারিক কিংশুক কান্তি মৈত্র জানান- ‘‘শনি রবি ছুটির দিন থাকে। ওই দিন গুলোতে সারাদিন ধরে মিনারেল চুরি হয়।তবে তিনি বিশদে সমস্ত কিছু জানেন না৷’’ এমনটাই তাঁর দাবি৷  সব থেকে আশ্চর্যের বিষয়, তাঁকে বিষয়টি জানানো হলে তাঁর পরামর্শ যে পুলিশকে একবার জানানোর জন্য।
advertisement
আরামবাগ ব্লক আধিকারিক জানান, তিনি কোনও অভিযোগ পাননি। যদি কেউ অভিযোগ করে, তাহলে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন।ওই এলাকার সাধারণ মানুষের বক্তব্য,কেউ যদি প্রশাসনে অভিযোগ জানাতে যায়, তাহলে তাদের ওপর জীবননাশের হুমকি থেকে আক্রমণ পর্যন্ত হতে পারে। মাটি মাফিয়াদের অত্যাচারে প্রত্যেকে যেমন সন্ত্রস্ত, তেমনি ভীত।
সারাদিন শয়ে শয়ে মাটি ট্রলিতে করে সার দিয়ে পাচার হচ্ছে মাটি।ভূমি সংস্কার দফতর,থানা,এসডিও,বিডিও কারুর কাছে খবর নেই? এই অভিযোগ সাধারণ মানুষের। ওই যে সমীরণের কথায়, সবাইকে ম্যানেজ করে অনুমতি নিয়েই তাদের কাজ করতে হয়।আর অনুমতি থাকলে, সরকারি কাগজের দরকার হয়না,বলে সূত্রের খবর।
advertisement
 SHANKU SANTRA
বাংলা খবর/ খবর/ক্রাইম/
'বোঝেন তো! সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়' আরামবাগে মাটি মাফিয়াদের কাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement