TRENDING:

Mango: শুধু গরম নয়, থাই আম খেতে পারবেন বারোমাস, বছরভর-ই গাছে ঝুলবে থোকা-থোকা আম

Last Updated:

অসময়ে  থোকায় থোকায় ঝুঁলছে আম। আম পাকতে পাকতেই গাছে দেখা যাবে আবার আমের নতুন গুটি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: কখনও শেষ হবে না এই আম, বারোমাস-ই এই আম ধরবে গাছে, বারোমাস-ই খাওয়া যাবে এই আম! শুনতে অবাক লাগলেও এটা সত্যি! থাই আম পাওয়া যাবে বছরভর।
advertisement

থাই আম চাষে সাফল্য পেয়েছেন উত্তর দিনাজপুরের কৃষক গোবিন্দ সাহা।অসময়ে থোকায় থোকায় ঝুঁলছে আম। আম পাকতে পাকতেই গাছে দেখা যাবে আমের নতুন গুটি। বাজার থেকে আম শেষ হয়ে গেলেও গোবিন্দ সাহার বাগানে বারোমাস মিলবে থাই আম।

গোবিন্দ সাহা জানান আজ ২ বছর ধরে তিনি এই থাই প্রজাতির আম তার বাগানে চাষ করছেন। মিষ্টি ও সুস্বাদু এই আম বারোমাস পাওয়া যায় । কাচা অবস্থায় এই আমের চাটনি খেতেও খুব ভাল লাগে।

advertisement

এই বারোমাসি আমের প্রধান বৈশিষ্ট্য হল, গাছগুলো খুব বড় হয় না। গামলা  কিংবা বাড়ির ছাদে অল্প জায়গায় হয়। খুব ছোট অবস্থাতেই আমের মুকুল থেকে ফল হয় এই গাছে। এই বারোমাসি আম গাছের উচ্চতা ছয় থেকে সাত ফুট হয়। এটি খেতে সুস্বাদু, তবে এতে কিছু ফাইবার রয়েছে। এই আমের ৩/৪ বছরের পুরনো গাছ থেকে গড়ে ৫০ কেজি আম পাওয়া যায়। বিভিন্ন ব্যবসায়ীরা গোবিন্দবাবুর কাছ থেকে এই আম কিনে নিয়ে যান। বিয়ে বাড়িতে অর্ডার আসে এই আম কেনার।

advertisement

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Mango: শুধু গরম নয়, থাই আম খেতে পারবেন বারোমাস, বছরভর-ই গাছে ঝুলবে থোকা-থোকা আম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল