এদিন কলকাতা থেকে ইসলামপুরের আলুয়াবাড়ি রেল স্টেশনে নামে এই দল। সেখানে তাঁদের জন্য ছিল বিশেষ আয়োজন! স্টেশন থেকে ব্যান্ডপার্টি বাজিয়ে, মিছিল করে ইসলামপুর বাস টার্মিনাসে এসে পৌছন তাঁরা। এরপর বাসে করে সোজা স্কুলের উদ্দেশে রওনা হয় নন্দঝার ছাত্র সমাজ ফুটবল দল।
আরও পড়ুনঃ অবৈধভাবে বাংলাদেশ যাওয়ার চেষ্টা! হাতেনাতে ধরল BSF, গ্রেফতার রাজারহাটের বাসিন্দা
advertisement
সুব্রত কাপের রানার্স হওয়া এই ফুটবল দলের প্রশিক্ষক চন্দন পাল বলেন, আমরা একটু ভুলের জন্য ফাইনালে হেরে গিয়েছি। তবে আগামীদিনে ফাইনালের সাফল্য অর্জন করবেন বলে জানান তিনি।
ফুটবল শুধু একটি খেলা নয়, বহু বাঙালির কাছে এটি আবেগ, ভালোবাসা। ক্রিকেট না ফুটবল, কোন খেলা সেরা? এই নিয়ে অনেকের মধ্যে তর্কও চলতে থাকে। এবার সুব্রত কাপের রানার্স হয়ে বাড়ি ফিরলেন নন্দঝার আদিবাসী তপশিলি হাই স্কুলের ছাত্রীরা। ব্যান্ডপার্টি নিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। ফাইনালে অল্প ভুলের জন্য জয়ী না হতে পারলেও আগামীদিনে এই সাফল্য অর্জন করবেন বলে জানান দলের প্রশিক্ষক চন্দন পাল।