TMC-BJP: পাশাপাশি তৃণমূল বিধায়ক-বিজেপি সাংসদ! নতুন কোনও ইঙ্গিত? ব্যাপক শোরগোল বঙ্গ রাজনীতিতে

Last Updated:

রাজনীতির ভিন্ন মঞ্চে দাঁড়ালেও এবার এক মঞ্চে দেখা গেল চাকুলিয়ার তৃণমূল বিধায়ক মিনাজুল আরফিন আজাদ এবং রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পালকে।

এক মঞ্চে তৃণমূল বিধায়ক বিজেপি সাংসদ
এক মঞ্চে তৃণমূল বিধায়ক বিজেপি সাংসদ
চাকুলিয়া, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদক: উত্তর দিনাজপুরের কানকি রেল স্টেশনে শুক্রবার বিকেলে দেখা গেল এক অনন্য দৃশ্য। রাজনীতির ভিন্ন মঞ্চে দাঁড়ালেও এদিন এলাকার স্বার্থে একসঙ্গে হলেন চাকুলিয়ার তৃণমূল বিধায়ক মিনাজুল আরফিন আজাদ এবং রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। উপলক্ষ— কলকাতাগামী তিস্তা তোর্সা এক্সপ্রেসের নতুন স্টপেজের শুভ উদ্বোধন।
মঞ্চে সৌজন্যের ছবি সত্যিই বিরল। বক্তব্য রাখতে গিয়ে বিধায়কের মুখে সাংসদের প্রশংসা, আবার সাংসদের কণ্ঠেও বিধায়কের স্তুতি— যা শুনে আপ্লুত হয় সাধারণ মানুষ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে এলাকার উন্নয়নই যে মুখ্য, সেই বার্তাই উঠে আসে এই মঞ্চ থেকে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, দূরপাল্লার ট্রেনে উঠতে তাদের বিহারের কিষানগঞ্জ পর্যন্ত যেতে হত। এতে ভোগান্তির শিকার হতেন সাধারণ যাত্রীরা। অবশেষে উত্তর দিনাজপুরের কানকি স্টেশনে তিস্তা তোর্সা এক্সপ্রেসের স্টপেজ চালু হওয়ায় কলকাতা যাতায়াত এখন আরও সহজ হবে।
advertisement
শুধু তাই নয়, রেল স্টেশনে পৌঁছনোর জন্য নতুন রাস্তা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। সেই জন্য জমি অধিগ্রহণের বিষয়ে বিধায়কের কাছে অনুরোধ জানিয়েছেন সাংসদ। দুই নেতা একসঙ্গে আশ্বাস দিয়েছেন, ভোটের রাজনীতি পাশে সরিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে তাঁরা একযোগে কাজ করবেন।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
TMC-BJP: পাশাপাশি তৃণমূল বিধায়ক-বিজেপি সাংসদ! নতুন কোনও ইঙ্গিত? ব্যাপক শোরগোল বঙ্গ রাজনীতিতে
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement