Success Story: শারীরিক চ্যালেঞ্জকে উপেক্ষা করেই আন্তর্জাতিক মঞ্চে বিশেষ সম্মান! শিলিগুড়ির গর্ব দাশগুপ্ত ব্রাদার্স যেন সাক্ষাৎ অনুপ্রেরণা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
শিলিগুড়ি থেকে বেঙ্গালুরু, তারপর আন্তর্জাতিক মঞ্চ— দাশগুপ্ত ব্রাদার্সের এই যাত্রা এখন কেবল গর্ব নয়, অনুপ্রেরণার গল্প।
advertisement
advertisement
ছোটবেলা থেকে শারীরিক চ্যালেঞ্জ সঙ্গী হলেও থেমে থাকেননি কৌস্তুভ। হুইলচেয়ার তাঁর কাছে সীমাবদ্ধতা নয়, বরং শক্তি। তাই তো তিনি আজ দেশের খ্যাতনামা “হুইলচেয়ার ওয়ারিয়র”, সার্টিফাইড হ্যাপিনেস কোচ ও গ্লোবাল টেডএক্স স্পিকার। ভারতের রাষ্ট্রপতির সম্মানপ্রাপ্ত হওয়ার পর এবার ইন্দো-কোরিয়ান কানেক্ট তাঁর সংগ্রামী জীবনকেই নতুনভাবে স্বীকৃতি দিল। বিশ্বের হাজারও মানুষ আজ তাঁকে দেখেই শেখেন— প্রতিবন্ধকতা কখনও স্বপ্ন থামাতে পারে না।
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
অন্যদিকে কনিষ্ঠ ভাই কুশল দাশগুপ্ত নিজেকে খুঁজে পেয়েছেন লেন্সের আড়ালে। ফটোগ্রাফার, চলচ্চিত্র নির্মাতা ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার হিসেবে তাঁর যাত্রা সমান প্রশংসনীয়। তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র Incredible Insight ইতিমধ্যেই আটটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। শুধু সিনেমা নয়, প্রযুক্তি আর সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তিনি গ্রামীণ ক্ষমতায়নের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement