স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দাড়িয়াগছ গ্রামের বাসিন্দা বিষ্ণু দাস নামে এক ব্যক্তির বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। এলাকাবাসী সেই আগুন দেখতে পান। এরপর স্থানীয় গ্রামবাসী আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, মুহূর্তের মধ্যে একে একে চারটে ঘরে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে গেল পা! রেললাইনে পড়ার আগেই…! বাঁকুড়ায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রী
advertisement
এরপর চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছনোর আগেই সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় বলে খবর।
পরবর্তীতে দমকল বাহিনী এসে জ্বলতে থাকা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডের এই ঘটনার জেরে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক সূত্রে জানা গিয়েছে। ভরসন্ধ্যায় অগ্নিকাণ্ডের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।