TRENDING:

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে গেল পা! রেললাইনে পড়ার আগেই...! বাঁকুড়ায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রী

Last Updated:

Train Accident: রেল পুলিশ সূত্রে পাওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, বছর ৬২-র ওই যাত্রী চলন্ত ওই ট্রেনের একটি কামরায় ওঠার চেষ্টা করছেন। পা পিছলে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে গড়িয়ে পড়েন ওই মহিলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরীঃ রোজ ট্রেনে চেপে যাতায়াত করেন বহু মানুষ। স্কুল, কলেজ কিংবা অফিস যেতে অনেকেরই ভরসা লোকাল ট্রেন। বাঁকুড়ায় বেশ কিছুদিন আগে ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। তার রেশ পুরোপুরি কাটার আগে ফের তাড়াহুড়ো করে ট্রেনে চাপতে গিয়ে হল বিপত্তি। ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন এক মহিলা।
advertisement

এদিন রেল পুলিশের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এই মহিলা যাত্রী। জানা যাচ্ছে, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে গড়িয়ে পড়েন ওই মহিলা। তাঁর শরীর রেললাইনে পড়ার আগেই এক মহিলা কনস্টেবল সহ দুই রেল পুলিশ ছুটে গিয়ে তাঁকে কোনওক্রমে টেনে প্ল্যাটফর্মে উঠিয়ে আনেন। এতে প্রাণে বেঁচে যান ওই মহিলা যাত্রী।

advertisement

আরও পড়ুনঃ পাথর খাদানে ধস নেমে ৬ শ্রমিকের মৃত্যু! আহত আরও ৫, পুজোর আগে মর্মান্তিক ঘটনা

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১১ টা ৭ মিনিটে সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস বাঁকুড়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে এগোতে শুরু করেছিল। রেল পুলিশ সূত্রে পাওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, শবানি সিনহা নামে বছর ৬২-র ওই মহিলা যাত্রী চলন্ত ওই ট্রেনের একটি কামরায় ওঠার চেষ্টা করছেন।

advertisement

View More

জানা গিয়েছে, পুরুলিয়ার কুকস কম্পাউন্ড এলাকা নিবাসী ওই মহিলা বাঁকুড়ার পাত্রসায়েরে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। বাঁকুড়া থেকে ট্রেনে চড়ে তাঁর পুরুলিয়ায় ফেরার কথা ছিল। এদিন বাঁকুড়া স্টেশনেই চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ঘটে বিপত্তি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

চলন্ত ট্রেনে চড়ার মূহুর্তে আচমকাই পা পিছলে তাঁর শরীর প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের মাঝের অংশে ঢুকে যেতে থাকে বলে খবর। সেই দৃশ্য দেখে প্ল্যাটফর্মের রেল পুলিশের সহায়তা কেন্দ্রে কর্তব্যরত এক মহিলা কনস্টেবল ও আধিকারিক ছুটে যান। ওই মহিলাকে টেনে প্ল্যাটফর্মের উপর তুলে আনেন তাঁরা। ঘটনায় ওই মহিলা তেমন আহত হননি বলেই জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে গেল পা! রেললাইনে পড়ার আগেই...! বাঁকুড়ায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল