Stone Quarry Collapsed: পাথর খাদানে ধস নেমে ৬ শ্রমিকের মৃত্যু! আহত আরও ৫, পুজোর আগে মর্মান্তিক ঘটনা

Last Updated:

Stone Quarry Collapsed: প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, এদিন দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকেরা। সেই সময় হঠাৎ ধস নামে। পাথর চাপা পড়ে যান খাদানে কর্মরত আনুমানিক ১১ জন শ্রমিক

পাথর খাদানে ধস নেমে ৬ জন শ্রমিকের মৃত্যু
পাথর খাদানে ধস নেমে ৬ জন শ্রমিকের মৃত্যু
বীরভূম,সৌভিক রায়ঃ পুজোর আগেই মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারালেন একাধিক শ্রমিক। জানা গিয়েছে, এদিন দুপুর আনুমানিক ১টা নাগাদ বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বাহাদুরপুর পাথর খাদানে কাজ করছিলেন শ্রমিকেরা। সেই সময় হঠাৎ খাদানে বড় ধস নামে। সেই ধসে পাথর চাপা পড়ে ৬ জন খাদান শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ৫ জন।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ প্রশাসন। পুলিশ পৌঁছে তাঁদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, এদিন দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকেরা। সেই সময় হঠাৎ ধস নামে।
আরও পড়ুনঃ অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ! গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ, তীব্র যানজট এলাকায়
সেই ধসে পাথর চাপা পড়ে যান খাদানে কর্মরত আনুমানিক ১১ জন শ্রমিক। ধস নামার খবর পেয়ে এলাকার অন্যান্য পাথর খাদানের শ্রমিকেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে ৬ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। ৫ জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খাদানের ভিতর আর কোনও শ্রমিক পাথর চাপা পড়ে আছেন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাথর সরিয়ে চলছে তল্লাশি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত ৫ জনের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ প্রশাসন সূত্রে অনুমান, ধসের মধ্যে আরও শ্রমিক আটকে থাকতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Stone Quarry Collapsed: পাথর খাদানে ধস নেমে ৬ শ্রমিকের মৃত্যু! আহত আরও ৫, পুজোর আগে মর্মান্তিক ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement