Illegal Business: অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ! গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ, তীব্র যানজট এলাকায়
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Illegal Business: অবৈধ ব্যবসার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে স্থানীয় মানুষের বিক্ষোভ। এদিন এই অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। উত্তাল পরিস্থিতি এলাকায়
পটাশপুর, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথীঃ অবৈধ ব্যবসার বিরুদ্ধে বিক্ষোভ। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন। এদিন এই অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। উত্তাল পরিস্থিতি পটাশপুরে।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের দাইতলা বাজারে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তাজুড়ে অবৈধভাবে পুরনো জিনিস সংগ্রহ (ভাঙার) ব্যবসা চালানো হচ্ছে বলে অভিযোগ। এবার এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল এলাকাবাসী। অভিযোগ, এক প্রভাবশালী ব্যবসায়ী নিয়মিত রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে পুরনো লোহা লোড-আনলোড করেন।
আরও পড়ুনঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাচারের ধান্দা! কেরালা থেকে কৃষ্ণনগরের তরুণী উদ্ধার, অপহরণকারীকেও ধরল মহিলা পুলিশের টিম
এর ফলে লোহার টুকরো, পেরেক রাস্তায় ছড়িয়ে পড়ে। সেই কারণে প্রতিদিন সমস্যার মধ্যে চলাচল করতে হয় সাধারণ মানুষকে। এতে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। তেমনই স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। এমনকি অ্যাম্বুলেন্সও বাধার মুখে পড়ছে।
advertisement
advertisement
এই সমস্যার প্রতিবাদে শুক্রবার এগরা-বাজকুল রাজ্য সড়কের উপর দাইতলা বাজারে পথ অবরোধে করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। অবরোধ তুলতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ চলে। ফলে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 8:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Illegal Business: অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ! গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ, তীব্র যানজট এলাকায়