ভিনরাজ্যে কাজে গিয়ে চরম বিপদ! বাঙালি শ্রমিককে অপহরণের অভিযোগ পরিবারের, কার দিকে আঙুল?

Last Updated:

ওই শ্রমিকের পরিবারের অভিযোগ, স্টেশন থেকে ছেলেকে অপহরণ করা হয়েছে

পরিযায়ী শ্রমিককে অপহরণের অভিযোগ
পরিযায়ী শ্রমিককে অপহরণের অভিযোগ
গোয়ালপোখর, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদকঃ ভিনরাজ্যে কাজ করতে গিয়ে চুরির মিথ্যা অপবাদ। গোয়ালপোখরের এক শ্রমিককে অপহরণের অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে। এই ঘটনায় আতঙ্কে সেই শ্রমিকের পরিবার।
জানা গিয়েছে, গোয়ালপোখর থানার বুরহাবাড়ি এলাকার সাবির আলম নামে এক শ্রমিক কেরালার এর্নাকুলাম জেলার মানেকা শহরের এক দোকানে কাজ করতেন। প্রায় ছয় বছর ধরে সেখানে কাজ করতেন তিনি। অভিযোগ, চলতি মাসের ১৩ তারিখ সাবির নামের ওই পরিযায়ী শ্রমিককে ১০ লক্ষ টাকা চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়।
আরও পড়ুনঃ ফেসবুকে মোবাইল অর্ডার, হাতে এল দীপাবলির প্রদীপ আর…! মাথায় হাত জলপাইগুড়ির ব্যক্তির
সেখান থেকে সাবির স্থানীয় আরও কিছু ব্যবসায়ীদের বিষয়টি জানান। গত ১৪ তারিখ, বৃহস্পতিবার রাতে আলুয়া স্টেশন থেকে ট্রেন ধরে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। ওই শ্রমিকের পরিবারের অভিযোগ, স্টেশন থেকে ছেলেকে অপহরণ করা হয়েছে। সাবিরের মোবাইলও সুইচ অফ হয়ে গিয়েছে।
advertisement
advertisement
পরিবারের লোকজনের দাবি, গত ২০ তারিখ সাবির নিজের মোবাইল থেকে ফোন করে জানান, তাঁকে স্টেশন থেকে অপহরণ করে একটি ঘরে বন্ধ করে রাখা হয়েছে। এই কথা বলে আবার ওই পরিযায়ী শ্রমিকের মোবাইল সুইচ অফ হয়ে যায়। এতে আতঙ্ক বাড়ে পরিবারের। বিষয়টি নিয়ে গোয়ালপোখর থানায় মিসিং ডায়েরি করেছে পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভিনরাজ্যে কাজে গিয়ে চরম বিপদ! বাঙালি শ্রমিককে অপহরণের অভিযোগ পরিবারের, কার দিকে আঙুল?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement