TRENDING:

Kojagori Lakshmi Puja 2023: মহাসমারোহ কোজাগরী লক্ষ্মী পুজোয় হয় এই গ্রামে! চলে তিন রাত বাউল গান

Last Updated:

২৯ বছর আগে পূর্ব ভাণ্ডার গ্রামের বাসিন্দারা মন্দির বানিয়ে মূর্তিটির পুজো শুরু করেন।সারা বছর নিয়ম নিষ্ঠার সঙ্গে দু বেলা পুজো হয়। তবে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনটিতে মহাসমরহে সঙ্গে পুজোর আয়োজন করা হয় এখানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: দশমীর পর থেকে গ্রামের কোন বাড়িতে আমিষ হয় না। কারণ দশমী শেষ মানেই এই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পুজো শুরু। জানা গিয়েছে ২৯ বছর আগে কালিয়াগঞ্জ ব্লকের ৭ নম্বর ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের পূর্ব ভাণ্ডার গ্রামের একটি জমিতে চাষ করছিলেন কৃষি নরেশ বর্মণ। গোকুল চন্দ্র বর্মণের জমিতে চাষ করার সময় নরেশ বাবুর লাঙ্গলের ফলায় আটকে যায় একটি পাথর। সঙ্গে সঙ্গে কোদাল দিয়ে পাথরটিকে তুলে পরিস্কার করলে দেখা যায় কালো পাথরের খোঁদায় করা লক্ষ্মী নারায়নের মূর্তি।
advertisement

মূর্তিটি লম্বায় প্রায় দেড় ফুট, চওড়ায় এক ফুট। প্রশাসনের পক্ষ থেকে মূর্তিটিকে নিয়ে যাবার চেষ্টা করা হলে, গ্রামবাসীদের বাঁধার মুখে পরে প্রশাসনের কর্তাদের খালি হাতে ফিরেতে হয়েছিল। এরপর ২৯ বছর আগে পূর্ব ভাণ্ডার গ্রামের বাসিন্দারা মন্দির বানিয়ে মূর্তিটির পুজো শুরু করেন।সারা বছর নিয়ম নিষ্ঠার সঙ্গে দু বেলা পুজো হয়। তবে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনটিতে মহাসমরহে সঙ্গে পুজোর আয়োজন করা হয় এখানে।

advertisement

আরও পড়ুন: বয়স মাত্র দু’বছর ন’মাস! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল একরত্তির, প্রতিভা জানলে অবাক হবেন

এই গ্রামের বাড়িতে বাড়িতে নয় বরং মন্দিরে সকল মহিলারা একত্রিত হয়ে কোজাগরী পূর্ণিমাতে মা লক্ষ্মীর পুজো করেন।কোজাগরী লক্ষ্মী পুজো এখানে রাতে হয়। লক্ষ্মী-নারায়ণ মন্দির কমিটির সম্পাদক মনিন্দ্র নাথ রায় বলেন, ” গ্রামে বিয়ে, অন্নপ্রাশন হলেও লক্ষ্মী-নারায়ণ মন্দিরে এসে গ্রামবাসীরা প্রথমে পুজো দিয়ে যান। এই মন্দিরে গোটা বছর ধরে প্রচুর সোনা ও রুপার গহনা দান করেন ভক্তরা।”

advertisement

আরও পড়ুন: লক্ষ্মী পুজোর আগে দাম বেড়েছে আখের! হাসি ফুটেছে আখ চাষিদের মুখে 

পূর্ব ভাণ্ডার গ্রামের লক্ষ্মী নারায়ণের পূজাকে কেন্দ্র করে আসে পাশের গ্রাম থেকে কয়েক হাজার লোকের সমাগম হয়। এখানে বিশাল মেলা বসার পাশাপাশি, তিন দিন তিন রাত ধরে চলে বাউল গানের আসর। এই পুজোকে কেন্দ্র করে গ্রামের প্রতিটি বাড়িতে দূরদূরান্তের অতিথীরাও এসে হাজির হন। মা লক্ষ্মী এখানে গ্রামের দেবী। দুর্গা পূজার মতোই এই গ্রামে লক্ষ্মী পুজোতেও সকলে মেতে ওঠেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Kojagori Lakshmi Puja 2023: মহাসমারোহ কোজাগরী লক্ষ্মী পুজোয় হয় এই গ্রামে! চলে তিন রাত বাউল গান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল