West Midnapore News: বয়স মাত্র দু'বছর ন'মাস! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল একরত্তির, প্রতিভা জানলে অবাক হবেন
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
বয়স সবেমাত্র দু'বছর নয় মাস। এখনও সেভাবে কথা বলতে পারেনা ছোট্ট একরত্তি। তবে এই বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে পিংলার ছোট্ট একটি মেয়ে।
পশ্চিম মেদিনীপুর: বয়স সবেমাত্র দু’বছর নয় মাস। এখনও সেভাবে কথা বলতে পারেনা ছোট্ট একরত্তি। তবে এই বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে পিংলার ছোট্ট একটি মেয়ে। এই বয়সে গড়গড় করে বলতে পারে আটটি রং, চল্লিশটি বন্যপ্রাণীর নাম, চল্লিশটি ফলের নাম-সহ আরও অনেক কিছু।
বয়স মাত্র দু বছর ন’মাস হলেও এ বয়সে আটটি রং, চল্লিশটি বন্যপ্রাণীর নাম, দশটি গৃহপালিত পশুর নাম, চল্লিশটি ফল, তিরিশটা ফুল, চব্বিশটি শাকসবজি, ষাটটি পাখি, পঁচিশটি যানবাহনের নাম-সহ শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গের নাম একনাগাড়ে বলতে পারে একরত্তি। পশ্চিম মেদিনীপুরের পিংলার মোহনপুরের সানা পারভীনের প্রতিভা জানলে অবাক হতে হয়।
আরও পড়ুন: লক্ষ্মী পুজোর আগে দাম বেড়েছে আখের! হাসি ফুটেছে আখ চাষিদের মুখে
বাবা গ্রামীণ চিকিৎসক। ছোট থেকেই নানান বইতে ফল দেখে উৎসাহ বাড়ে জিনিসগুলো সম্পর্কে জানার। সেইমত তার বাবা-মাও তাকে তালিম দিতে থাকে। জানার ইচ্ছে দেখে ফুল, ফলের নাম অঙ্গ-প্রত্যঙ্গের নাম এমনকি ইংরেজি কবিতাও তাকে শেখায়। মাত্র দু তিন মাসের তালিমে ছোট্ট এই মেয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের প্রতিভাকে তুলে ধরেছে।
advertisement
advertisement
সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে শংসাপত্র পাঠিয়েছে সানা পারভীনকে। ছোট্ট সানার কৃতিত্বে মুগ্ধ সকলে, খুশি পরিবারের লোকজন। পরিবারের লোকজন চায় আরও উন্নতির শিখরে পৌঁছে যাক এই ছোট্ট একরত্তি।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2023 2:24 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: বয়স মাত্র দু'বছর ন'মাস! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল একরত্তির, প্রতিভা জানলে অবাক হবেন