উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আর তাই কালিয়াগঞ্জে শুরু হয়েছে জল জীবন মিশন প্রকল্পের অধীনে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ।
আরও পড়ুন: গরুরা নিজে দুধ দিয়েছিল এখানকার শিবলিঙ্গের মাথায়! চড়কের আগে ব্যাপক ভিড় এই মন্দিরে
advertisement
গ্রামবাসীরা জানালেন, সারা বছর এই সব এলাকায় প্রচণ্ড জলকষ্টে ভুগতে হয়। টিউবওয়েল থেকে ঠিক মত জল পাওয়া যায় না। তাছাড়া জলে আর্সেনিক মিশে থাকে। মালগাও পঞ্চায়েতের প্রধান নীলিমা রায় বলেন, এগুলো খরা প্রবণ এলাকা। ফলে প্রতিবছর গ্রীষ্মকালে পানীয় জলের সঙ্কটে ভোগে এখানকার মানুষ। পানীয় জলের স্তর অত্যন্ত নিচে নেমে যায়। এই পরিস্থিতি থেকে জল জীবন মিশন প্রকল্প অসংখ্য মানুষকে জল কষ্টের হাত থেকে রেহাই দেবে বলে মনে করা হচ্ছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 8:51 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: জেলায় মিটতে চলেছে পানীয় জলের সমস্যা, শুরু বড় প্রকল্পের কাজ