South 24 Parganas News: গরুরা নিজে দুধ দিয়েছিল এখানকার শিবলিঙ্গের মাথায়! চড়কের আগে ব্যাপক ভিড় এই মন্দিরে

Last Updated:

বড়াশির এই মন্দিরে বিরাজ করেন বাবা বজুরকিনাথ শিব। স্থানীয়দের দাবি, আগে মন্দিরের পাশ দিয়ে বাবা ভোলানাথ স্বয়ং হেঁটে যেতেন।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: চড়ক উপলক্ষ্যে বড়াশির ঐতিহাসিক শিবমন্দিরে ভিড় করতে শুরু করেছেন ভক্তরা। ইতিমধ্যে মন্দিরপ্রাঙ্গণে প্রায় ৬০ হাজার ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। চড়কের দিন এই সংখ্যাটা আরও বাড়বে বলে অনুমান মন্দির কর্তৃপক্ষের‌।
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের এই মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া যায় না। তবে মনে করা হয় শশাঙ্কের আমলে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে ইংরেজ আমলে সুন্দরবনের প্রাচীন এই মন্দির প্রথম সর্বসমক্ষে আসে। পরবর্তীতে বেশ কয়েকবার এই অতি প্রাচীন মন্দিরের সংস্কার করা হয়েছে।
advertisement
advertisement
বড়াশির এই মন্দিরে বিরাজ করেন বাবা বজুরকিনাথ শিব। স্থানীয়দের দাবি, আগে মন্দিরের পাশ দিয়ে বাবা ভোলানাথ স্বয়ং হেঁটে যেতেন। এই মন্দিরে মানত করলে সব সমস্যার সমাধান হয় বলে বিশ্বাস। এর জন্য মানত করে পুণ্যার্থীরা মন্দিরের গায়ে ধাগা বাঁধেন। যা এখানে গেলেই দেখা যায়। গায়ে সর্বত্র বাঁধা রয়েছে।
এই প্রাচীন মন্দির সংক্রান্ত আরও একটি জনশ্রুতি প্রচলিত আছে। স্থানীয়রা বলেন, অতীতে এই এলাকা যখন জঙ্গলাকীর্ণ ছিল তখন গরুর পাল এই মন্দিরের কাছে চলে আসত। সেই সময় এক রাখাল বালক গরুর খোঁজে মন্দিরের কাছে এসে দেখতে পান গরুর পাল নিজেরাই শিবলিঙ্গে দুধ দান করছে! এরপর এলাকায় ছড়িয়ে পড়ে বাবা মহাদেবের মাহাত্ম্যের কথা। বর্তমানে চড়ক, আগুন ঝাঁপ উপলক্ষ্যে এলাকায় সংক্রান্তিতে মেলা বসে। সেই মেলায় ফল, গৃহস্থালির জিনিসপত্র সহ একাধিক দোকান বসে। বহু ভক্তের সমাগমে প্রকৃত অর্থে এই মেলা পরিণত হয় মিলনমেলায়।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গরুরা নিজে দুধ দিয়েছিল এখানকার শিবলিঙ্গের মাথায়! চড়কের আগে ব্যাপক ভিড় এই মন্দিরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement