মঙ্গলবারের পর আজ কেটে গেলেও আতঙ্ক যেন পিছু ছাড়ছে না কালিয়াগঞ্জবাসীর। থমথমে কালিয়াগঞ্জ থানা চত্বর যেখানে সেখানে পড়ে রয়েছে পাথর ও ইটের টুকরো, রয়েছে আগুনে পুড়ে ছাই। কালিয়াগঞ্জের থানা চত্বরে ফুলের বাগান ও পুড়ে ছাই। ছোট থেকে বড় সকলের চোখমুখে আতঙ্ক।এই অবস্থায় পুলিশও শুরু করে দিয়েছে চিরুণি তল্লাশি৷
আরও পড়ুন - Paschim Bardhaman : ৩২-র বিধবা মহিলাকে নিস্তার দিল না! শরীরের লালসায় ধর্ষণ
advertisement
শুক্রবারের পর থেকে মঙ্গলবার পাঁচ দিন যা ঘটেছে তাতে কালিয়াগঞ্জকে একেবারে অচেনা বলে ঠেকছে শহরও গ্রামবাসীর। শুধু মৃত নাবালিকার গ্রামে নয় থমথমে পরিবেশ শহরেও। ঘরে ঘরে আত্মীয়-স্বজন পরিজনদের ফোন এখন কেমন পরিস্থিতি? তোমরা সবাই ভালো আছো তো? মঙ্গলবার থানা আক্রমণের পর বুধবারও গ্রামে বেশ কিছু দোকানপাট বন্ধ। চায়ের দোকানে একটাই আলোচনা মঙ্গলবার কালিয়াগঞ্জের এ কোন রূপ দেখল শহরবাসী। সকলের গলাতে উৎকণ্ঠ একে অপরকে জিজ্ঞাসা ধর্ষণ মৃত্যুর ঘটনাতেও কেন রাজনীতির রং লাগল? পুলিশ কেন অপরাধ আড়াল করছে? সামনে পঞ্চায়েত নির্বাচন বলেই কি?
আরও দেখুন
এদিকে চারদিন পরেও শোকস্তব্দ পুরো গ্রাম। আজও স্বাভাবিক হয়নি জনজীবন। বাড়ির বাইরে সমাধিস্ত দ্বাদশ শ্রেণীর কিশোরীর দেহ। চার দিন আগে ধর্ষণ করে খুন করা হয়েছিল তাকে বলে অভিযোগ। মৃতার বাড়ির সামনেই পুকুরপাড়ে আম গাছের ছায়ায় আজও পুলিশের কড়া নজরদারি।
গতকালের ঘটনার পর কালিয়াগঞ্জের বেশকিছু জায়গায় আজ কারফিউ জারি করা হয়েছে। ফলে বিশেষ কোনো কাজ ছাড়া কেউ বাড়ি থেকে বেরোচ্ছেন না। এদিকে জানা যায় সাহেব ঘাটের ছাত্রী খুনের প্রতিবাদে গতকাল বিক্ষোভকারীদের মধ্যে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।
Piya Gupta