মেহেন্দির রং ধরে রাখতে ব্যবহার করা হয় নানা রকমের রাসায়নিক, যা ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই বাজার থেকে কেনা মেহেন্দি না পড়ে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন কেমিক্যাল মুক্ত খাঁটি মেহেন্দি । তেজপাতা এবং চা দিয়ে খুব সহজ পদ্ধতিতেই মেহেন্দি বানিয়ে ফেলা সম্ভব। আর এই মেহেন্দি হাতের পাশাপাশি আপনি চুলে রং করার কাজেও ব্যবহার করতে পারেন।
advertisement
আরও পড়ুন- দুঃসংবাদ! ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকস্তব্ধ বিনোদন জগত
আরও পড়ুন- আত্মঘাতী প্রেমিকা! হেনস্থা ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার ‘পুষ্পা’-খ্যাত অভিনেতা, কে তিনি?
বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস জানান, ঘরোয়া পদ্ধতিতে মেহেন্দি বানাতে প্রথমে ২ কাপ জলে ৪-৫টি তেজপাতা ফেলে ভাল করে ফুটিয়ে নিতে হবে। জল ফুটে অর্ধেক হয়ে এলে তাতে মিশিয়ে দিতে হবে দু’চামচ চা পাতা। এরপর মিশ্রণটিকে আরও কিছুক্ষন ফোটাতে হবে।
এরপর একটি পাত্রে মেহেন্দির গুঁড়ো নিয়ে তার সঙ্গে ভাল করে মিশিয়ে নিতে হবে চিনির গুঁড়ো। চিনি আর মেহেন্দি গুঁড়ো মিশে গেলে তাতে চা তেজপাতার জল অল্প করে মিশিয়ে ঘন করে গুলি নিতে হবে। এবার টিউবে ভরে হাত রাঙান মেহেন্দিতে। যেমন হবে রং, তেমনই খাঁটি এই মেহেন্দি। শুধু হাতেই নয় এই মেহেন্দি চুলে দিলেও নিমিষেই অসাধারণ কালার আসবে আপনার চুলে।
পিয়া গুপ্তা