আরও পড়ুন: যোগাসনের মাধ্যমে দিশা দেখাচ্ছেন তিন বোন
বৃহস্পতিবার দুপুরে ইসলামপুরের কামাতবস্তি সোনাখোদা এলাকার বইসাগু নামে এক ব্যক্তির বাড়িতে প্রথম আগুনের ফুলকি দেখা যায়। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তের মধ্যে পাশের আরও চারটি ঘরে সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। তারা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে চারটি ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার ধারের বাড়ি হওয়ায় পথচলতি কেউ জ্বলন্ত বিড়ি বা সিগারেটের টুকরো বেখেয়ালে ছুঁড়ে দিয়েছিল। আর সেটা থেকেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। এদিকে হঠাৎ আগুন লেগে সমস্ত কিছু পুড়ে যাওয়ায় মাথায় হাত বস্তির গরিব মানুষের। কী করবেন, কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
পিয়া গুপ্তা