Jalpaiguri News: যোগাসনের মাধ্যমে দিশা দেখাচ্ছেন তিন বোন

Last Updated:

ময়নাগুড়ির চূড়াভাণ্ডার গ্রামে বাড়ি দোলন, হৈমন্তী ও তমালিকার। তাঁদের পদবী রায়। তিন বোনই জাতীয় ও আন্তর্জাতিক স্তরের যোগব্যায়াম প্রতিযোগিতায় অংশ নিয়ে একের পর এক সাফল্য অর্জন করেছে।

জলপাইগুড়ি: কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়। সেই কথাকেই বাস্তবে প্রমাণ করল জলপাইগুড়ির তিন বোন। শুধুমাত্র অধ্যাবসায়, জেদ আর ইচ্ছে শক্তির জোরেই যোগাসনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছে তারা। গ্রামের বাকিরাও এই তিন বোনকে দেখে উৎসাহিত। তারাও যোগাসন শিখতে শুরু করেছে।
ময়নাগুড়ির চূড়াভাণ্ডার গ্রামে বাড়ি দোলন, হৈমন্তী ও তমালিকার। তাঁদের পদবী রায়। তিন বোনই জাতীয় ও আন্তর্জাতিক স্তরের যোগব্যায়াম প্রতিযোগিতায় অংশ নিয়ে একের পর এক সাফল্য অর্জন করেছে। অথচ পরিবারের আর্থিক অবস্থা মোটেও ভাল নয়। বাবা টোটো চালান। মা অসুস্থ হয়ে শয্যাশায়ী। সংসারে নুন আনতে পান্তা ফুরনো অবস্থা। কিন্তু তাতেও স্বপ্ন দেখা ছাড়েননি এই তিন বোন।
advertisement
advertisement
দোলন, হৈমন্তী ও তমালিকার যাত্রাপথটা অবশ্য মা-বাবার হাত ধরেই শুরু। খুব ছোটবেলায় বাড়িতেই তাঁদের যোগাসন শিক্ষা শুরু হয়। একসময় এই যোগাসন‌ই তাঁদের ভালোলাগায় পরিণত হয়। এরপর আরও ভালোভাবে যোগাসন রপ্ত করে একের পর এক সাফল্য অর্জন করেন। সবচেয়ে বেশি সুনাম অর্জন করেছেন হৈমন্তী রায়। ২০২২ সালে নেপালে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক যোগা চ্যাম্পিয়নশিপে তিনি তৃতীয় স্থান অধিকার করেন। শুধুই যোগাসন‌ই নয়, পড়াশোনাতেও পিছিয়ে নেই হৈমন্তী। সংস্কৃতে অনার্স নিয়ে তিনি তৃতীয়বর্ষে পাঠরত। পাশাপাশি প্রাকৃতিক চিকিৎসা ও ফিজিওথেরাপিতেও সার্টিফিকেট কোর্স করেছেন। আরেক বোন তমালিকা রায় সদ্য কলেজে উঠেছেন। যোগাসনের পাশাপাশি কিক বক্সিংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। নিজেরা যোগাসনে সাফল্য পাওয়ার পাশাপাশি গ্রামের বাকি কচিকাঁচাদেরও যোগে আকৃষ্ট করেছে এই তিন বোন। বিনামূল্যেই বাড়িতে যোগাসনের প্রশিক্ষণ দেন তাঁরা। তিন বোনকে দেখে গ্রামের বাকি ছেলেমেয়েরাও স্বপ্ন দেখতে শুরু করেছে, তারাও আগামী দিনে যোগাসনের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে ছাপ রেখে আসবে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: যোগাসনের মাধ্যমে দিশা দেখাচ্ছেন তিন বোন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement