হোম /খবর /উত্তরবঙ্গ /
'ভোট দিয়ে লাভ নেই!' দাবি পূরণ না হওয়ায় পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক

Alipurduar News: 'ভোট দিয়ে কী লাভ?' রাস্তা পাকা না হওয়ায় প্রশ্ন তুলে পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক

X
title=

দীর্ঘদিন ধরে পাকা রাস্তা তৈরির দাবি জানালেও কোন‌ও কাজ হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। বর্তমানে এই রাস্তা দিয়ে সাইকেল নিয়েও চলাচল করা যাচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসীরা।

  • Share this:

আলিপুরদুয়ার: গত পাঁচ বছরের রাস্তা তৈরি না হ‌ওয়ায় এবার পঞ্চায়েত ভোট বয়কটের ডাক আলিপুরদুয়ারে। পরোরপার পঞ্চায়েতের ডাঙাটারি গ্রামের তোপসিখাতা এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে গ্রামের বেহাল রাস্তার জন্য নরক যন্ত্রণা ভোগ করছেন। কিন্তু বারবার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও সেই রাস্তা তৈরি হয়নি। আর তাতেই ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিয়েছেন।

আরও পড়ুন: হঠাৎ বৃষ্টিতে ফসল হারিয়ে কেমন আছে কৃষকরা? চাষের জমিতে হাজির হয়ে খোঁজ নিলেন বিডিও

আলিপুরদুয়ার-১ ব্লকের অন্তর্গত পরোরপার পঞ্চায়েত। এখানকার ডাঙাটারি গ্ৰামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পাকা রাস্তার সুবিধা থেকে বঞ্চিত। বর্তমানের কাঁচা রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পাকা রাস্তা তৈরির দাবি জানালেও কোন‌ও কাজ হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। বর্তমানে এই রাস্তা দিয়ে সাইকেল নিয়েও চলাচল করা যাচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসীরা।

এই পরিস্থিতিতে একপ্রকার নিরুপায় হয়ে গ্রামবাসীরা পথে নেমে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দা মৌ রায় জানান, পাকা রাস্তা না হলে আমরা সবাই ভোট বয়কট করব। ভোট দিয়ে লাভ নেই কোনও। এই বিষয়ে পরোরপার পঞ্চায়েতের প্রধান বলেন, এত বড় কাজ পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি আশ্বাস দেন।

অনন্যা দে

Published by:kaustav bhowmick
First published:

Tags: Alipurduar news, Boycott, Panchayat Election 2023, Vote