Murshidabad Agriculture: হঠাৎ বৃষ্টিতে ফসল হারিয়ে কেমন আছে কৃষকরা? চাষের জমিতে হাজির হয়ে খোঁজ নিলেন বিডিও

Last Updated:

মুর্শিদাবাদের হরিহরপাড়ার দস্তুরপাড়া, শ্রীহরিপুর, উত্তর হরিহরপাড়া সহ বিভিন্ন এলাকায় কৃষকদের জমিতে গিয়ে খোঁজখবর নিলেন হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক।

+
title=

মুর্শিদাবাদ: গত সপ্তাহে প্রবল বৃষ্টিতে হরিহরপাড়ায় ধান চাষের ব্যাপক ক্ষতি হয়। পাকা বোরো ধান গোলায় তোলার আগে হঠাৎ বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের। এই অসহায় পরিস্থিতিতে তাঁরা কেমন আছেন খোঁজ নিতে এবার গ্রামের দরজায় দরজায় গিয়ে হাজির হলেন খোদ বিডিও।
মুর্শিদাবাদের হরিহরপাড়ার দস্তুরপাড়া, শ্রীহরিপুর, উত্তর হরিহরপাড়া সহ বিভিন্ন এলাকায় কৃষকদের জমিতে গিয়ে খোঁজখবর নিলেন হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক। হঠাৎ বিডিওকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন কৃষকরা। হঠাৎ বৃষ্টিতে তাঁদের চাষের কতটা ক্ষতি হয়েছে সেই খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানান কৃষকরা। তাঁদের কথাবার্তা শুনে চাষের জমিতে দাঁড়িয়েই ফোনে ব্লক সহ কৃষি অধিকর্তার সঙ্গে কৃষকদের কথা বলিয়ে দেন বিডিও।
advertisement
advertisement
চাষি তসলিম মণ্ডল জানান, তাদের এই অসহায় পরিস্থিতিতে খোদ বিডিও এসে খোঁজখবর নেওয়ায় তাঁরা খুশি। এদিকে বিডিও রাজা ভৌমিক বলেন, শিলাবৃষ্টিতে এলাকার ধান ও পাট চাষের ক্ষতি হয়েছে। তাই সকাল সকাল কৃষক ভাইদের মাঠে গিয়ে খোঁজখবর নেন। এই বিপদের দিনে প্রশাসন তাঁদের পাশে থাকবে বলে কৃষকদের আশ্বস্ত করেন তিনি। এদিকে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহের শিলাবৃষ্টিতে হরিহরপাড়ায় কয়েক হাজার বিঘে জমির ধান ও পাট চাষের ক্ষতি হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Agriculture: হঠাৎ বৃষ্টিতে ফসল হারিয়ে কেমন আছে কৃষকরা? চাষের জমিতে হাজির হয়ে খোঁজ নিলেন বিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement