South 24 Parganas News: জয়নগরে আবার দুর্ঘটনার কবলে অটো, পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
জয়নগরমুখী তেল বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বারুইপুরগামী একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গুরুতর জখম হন অটো চালক।
দক্ষিণ ২৪ পরগনা: শত চেষ্টা করেও কোনভাবেই যেন অটো দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না জয়নগরে। বারে বারে এখানকার কুলপি রোডে দুর্ঘটনার মুখে পড়ছে যাত্রীবাহী অটো। মাসখানে আগে এক মর্মান্তিক অটো দুর্ঘটনায় প্রাণ যায় এক বধূর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক বড়সড় দুর্ঘটনা ঘটল। তবে এবার কারোর প্রাণহানি হয়নি, অল্পের জন্য বেঁচে গিয়েছেন অটোর যাত্রীরা।
জয়নগর থানার মলিঘাটি মোড়ের কাছে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জয়নগরমুখী তেল বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বারুইপুরগামী একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গুরুতর জখম হন অটো চালক। আহত অটো চালকের নাম সাইদুল রহমান মোল্লা। বাড়ি বাসন্তীর কাঁঠাল বেড়িয়ায়। নিয়ন্ত্রন হারিয়ে অটোটিই পিক আপ ভ্যানে ধাক্কা মারে বলে এলাকার মানুষের দাবি। তবে অটোটিতে কোনও যাত্রী না থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জয়নগর থানার পুলিশ। আহত অটো চালককে উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
এলাকায় একের পর এক দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁরা এক্ষেত্রে অটো চালকদের দিকেই অভিযোগের আঙুল তুলছেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও অটো চালকরা কোনও নিয়ম না মেনে বেপরোয়াভাবে গাড়ি চালানোয় বারবার জয়নগর এলাকায় দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 4:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জয়নগরে আবার দুর্ঘটনার কবলে অটো, পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ