৬০০ টাকার টিকিট কেটে এই পুকুর থেকে মাছ ধরতে প্রতিদিন বহু মানুষ ভিড় জমাচ্ছেন। শুধু উত্তর দিনাজপুর নয় দক্ষিণ দিনাজপুর ,মালদা, শিলিগুড়ি, এমনকি কলকাতা থেকেও বহু মানুষ এই করণ রাজার পুকুরে আসছেন মাছ ধরার প্রতিযোগিতায় সামিল হতে।
সাত কিলো থেকে ৪৫ কিলো পর্যন্ত বিভিন্ন ধরনের মাছ এই পুকুরে রয়েছে। মৎস্যজীবীরা তো বটেই এছাড়াও বহু সাধারণ মানুষ এই মাছ ধরার প্রতিযোগিতায় সামিল হন।
advertisement
জানা যায় প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী করণদিঘির করন রাজার পুকুরে চলে এই মাছ ধরার প্রতিযোগিতা। এবার এই প্রতিযোগিতা চলবে ৩১ শে আগস্ট পর্যন্ত। উত্তর দিনাজপুর জেলা-সহ আশেপাশের জেলা থেকে বহু মানুষেরা৷
৬০০ টাকা দিয়ে টিকিট কেটে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাছ ধরছেন। অনেকেই প্রায় ৭ থেকে ১৫ কিলো কেউ বা আবার ৪৫ কিলো ওজনের মাছ পাচ্ছেন এখানে। মাছ ধরার পাশাপাশি এই প্রতিযোগিতাদেখতে বহু মানুষ ভিড় করছে এখানে।
পিয়া গুপ্তা





