আরও পড়ুন: রাভা জনজাতির মেয়ে হতে চায় WBCS অফিসার
আষাঢ়-শ্রাবণের বৃষ্টিতে এর আগে সহজেই পাট পচাতেন কৃষকরা। কিন্তু আষাঢ় মাস কেটে শ্রাবণ এলেও এবার এখনও বৃষ্টির দেখা নেই আকাশে। জলের অভাবে সময়মতো পাট কাটতে না পারায় বহু পাট জমিতেই শুকিয়ে গেছে। উত্তর দিনাজপুরের কৃষকদের বক্তব্য, মাথার ঘাম পায়ে ফেলে রাসায়নিক সার, জল কিনে পাট চাষ করছেন। কিন্তু বৃষ্টি না হওয়ায় এখন পাট পচাতে না পেরে বিপুল ক্ষতির আশঙ্কায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। জলের অভাবে মাঠের পাট মাঠেই কেটে রেখে দিয়েছেন অনেকে। এই ভাবেই চলতে থাকলে কিছুদিনের মধ্যেই পাট শুকিয়ে কাঠি হয়ে যাবে।
advertisement
এদিকে আবহাওয়া অফিস সূত্র খবর, চলতি বছরের জুলাই মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৫১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। এদিকে মাত্র দু বছর আগেও বর্ষাকালে উত্তর দিনাজপুরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল। এরপর ২০২১ সালের বর্ষায় যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে গত বছর আর চলতি বছর মিলেও সেই পরিমাণ বৃষ্টিপাত হয়নি উত্তর দিনাজপুরে। এর ফলে এখন শ্রাবণের ভরা বর্ষাতেও প্রকৃতি হয়ে উঠেছে রুক্ষ। খাল বিল নদী-নালা সব কিছুই শুকিয়ে গেছে জলের অভাবে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলেই কমে গেছে বৃষ্টির পরিমাণ। এতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কৃষকদের। করে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে কৃষকদের।
পিয়া গুপ্তা