Jalpaiguri News: রাভা জনজাতির মেয়ে হতে চায় WBCS অফিসার
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
যারা পড়াশোনা করবে কেউ কোনদিন ভাবেনি সেই রাভা জনজাতির মেয়ে পিঙ্কি রাভা ডাব্লুবিসিএস অফিসার হয়ে গ্রামের উন্নয়ন করতে চায়
জলপাইগুড়ি: যারা পড়াশোনা করবে কেউ কোনদিন ভাবেনি সেই রাভা জনজাতির মেয়ে এবার হতে চায় ডব্লিউবিসিএস অফিসার। দূর করতে চায় প্রত্যন্ত গ্রামের সমস্যা। ডুয়ার্সের মরাঘাট বনাঞ্চলে ননাই নদীর পাড়ে জঙ্গল ঘেরা গ্রামে বাড়ি পিঙ্কি রাভার। ছোটো থেকে ঘন জঙ্গল পথে পায়ে হেঁটে দূরের প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শুরু হয়েছিল অ-আ শেখা আজ সে স্নাতক ডিগ্রি অর্জন করে সরকারি অফিসার হওয়ার লক্ষ্যে পড়াশোনা শুরু করেছে।
নিজের লক্ষ্য পূরণের জন্য পিঙ্কি বন বস্তির বাড়ি, আত্মীয় স্বজনদের ছেড়ে শিলিগুড়িতে থেকে লড়াই করে চলেছে ডাব্লিউবিসিএস পরীক্ষায় হওয়ার লক্ষ্যে। নিজের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কথা বলতে গিয়ে পিঙ্কি রাভা বলেন, সেই ছোটো থেকে দেখে আসছি গ্রামে রাস্তা নেই। জঙ্গলের পথে জংলী হাতি, শুয়োরের মোকাবিলা করেই ছুটেছি দূরের স্কুল কলেজে। এখন নিজেকে একজন সরকারি অফিসার হিসেবে প্রতিষ্ঠিত করার লড়াই করে চলেছি। সরকারি অফিসার হলে গ্রামের মানুষের জন্য কিছু কাজ করতে পারব। আগামী প্রজন্মকে যাতে আমাদের মতো কঠিন পথ পাড়ি দিতে না হয় সেই লক্ষ্যে কাজ করতে চাই।
advertisement
advertisement
মরাঘাট রেঞ্জের খুঁটিমারি বিট অফিস সংলগ্ন মেলা বন বস্তিবাসীদের কাছে আজও অনেকটাই ধোঁয়াশার মধ্যেই রয়েছে উন্নয়ন নামক শব্দটি। চাষ আবাদ, সুপারি বিক্রি করেই আজও সংসার চলে এই রাভা জনজাতি গোষ্ঠীর। সেখানকারই এক মেয়ে রাজ্য সরকারের সর্বোচ্চ পদের চাকরিতে লক্ষ্য রেখে লড়াই শুরু করেছে, যা সত্যি অনুপ্রেরণামূলক।
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 03, 2023 7:13 PM IST







