North 24 Parganas News: বিপুল বিদেশি মুদ্রা সহ দমদম বিমানবন্দরে গ্রেফতার দুই ভারতীয়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANUP CHAKRABORTY
Last Updated:
বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ দমদমের নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হল দুই ভারতীয়
দমদম: নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রা সহ গ্রেফতার দুই ভারতীয়। ডিআরআই কিশোর পান্ডে ও লাউহার কুমার কানৌজিয়া নামে ওই দুই যাত্রীকে গ্রেফতার করে। তাদের ব্যাগ থেকে ১ লক্ষ ৩৬ হাজার আমেরিকান ডলার, যা ভারতীয় মুদ্রায় ১ কোটি ১২ লক্ষ ৪৭ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে।
দমদম বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে স্পাইসজেটের এস জি-৮৩ বিমানে করে ধৃতরা ব্যাঙ্ককের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল। কিন্তু সন্দেহ হওয়ায় তাদের আটক করে প্রথমে তল্লাশি চালানো হয়। আর তখনই এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার হয়। এই টাকার উৎস বা সেই সংক্রান্ত কোনও বৈধ কাগজপত্র ওই দুই ভারতীয় যাত্রী দেখাতে পারেনি।
advertisement
advertisement
ডিআরআই আধিকারিকরা খতিয়ে দেখছেন এই বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা তাদের কাছে কোথা থেকে এল। অবশ্য দমদম বিমানবন্দরে বিপুল পরিমাণে বিদেশী মুদ্রা আগেও ধরা পড়েছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আগে বাইরে থেকে কলকাতায় বিদেশি মুদ্রা নিয়ে আসার ঘটনা ধরা পড়ত। কিন্তু সম্প্রতি সেই প্রবণতায় পরিবর্তন দেখা গিয়েছে। এখন কলকাতা থেকে ভিনদেশে মুদ্রা পাচারের চেষ্টা বাড়ছে। গোটা বিষয়টির উপর কড়া নজরদারি চালাচ্ছে শুল্ক দফতর।
advertisement
অনুপ চক্রবর্তী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 6:52 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বিপুল বিদেশি মুদ্রা সহ দমদম বিমানবন্দরে গ্রেফতার দুই ভারতীয়