Hooghly News: এ যেন উলট পুরান! নিয়োগ দুর্নীতির অভিযোগ তৃণমূলের, উত্তাল আরামবাগ মেডিকেল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
এবার নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলল তৃণমূল! আরামবাগ মেডিকেলের নিরাপত্তা রক্ষী নিয়োগ ঘিরে উত্তেজনা
হুগলি: নিয়োগ দুর্নীতি বিতর্কে বাংলার রাজনীতি উত্তপ্ত। তার আঁচ এবার গিয়ে পড়ল আরামবাগ মেডিকেল কলেজে। এই মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষী নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শাসক দলের একটি গোষ্ঠীর অভিযোগ, দলেরই কাউন্সিলর টাকার বিনিময়ে বেআইনিভাবে ফর্ম ফিলাপ করিয়ে এই নিয়োগের ব্যবস্থা করছিলেন। এই খবর পাওয়ার পরই বিক্ষোভে, প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর।
এখানকার নিয়োগ দুর্নীতি বিতর্ক প্রসঙ্গে তৃণমূলের যে গোষ্ঠী প্রতিবাদ জানিয়েছে তাদের বক্তব্য, কয়েক দিন ধরেই মেডিকেল কলেজে টাকার বিনিময়ে নিয়োগ চলছে। বেআইনিভাবে কোনও নিয়োগ তাঁরা মেনে নেবেন না বলে জানিয়েছেন।
advertisement
অন্যদিকে যে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতি করে নিরাপত্তা রক্ষী নিয়োগের অভিযোগ উঠেছে তিনি দলের বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন। কোথাও কোনও বেআইনি নিয়োগ হয়নি বলে শাসকদলের ওই কাউন্সিলরের দাবি।
advertisement
এই বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সভাপতির কৃষ্ণচন্দ্র সাঁতরা ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি। তবে কলেজের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় জানান, যা কিছু হবে সব নিয়ম মেনেই করা হবে। এই অভিযোগ প্রসঙ্গে আরামবাগের পুরপ্রধান সমীর ভান্ডারী জানান, কোথাও কিছু দুর্নীতির অভিযোগ থাকলে সরাসরি কালীঘাটে জানানো হোক। সব মিলিয়ে বিরোধীরা নয়, শাসকদলেরই একাংশ এবার নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব হল।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 6:34 PM IST