TRENDING:

Uttar Dinajpur News: ৪০০ বছর আগে কুলিক বন্দরে বাণিজ্য করতে আসা বণিকরা এই পুজোর সূচনা করেন

Last Updated:

কুলিক বন্দরে বাণিজ্য করতে আসা বণিকদের হাত ধরে ৪০০ বছর আগে শুরু হয়েছিল এই দুর্গাপুজোর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: একসময় দূর দূরান্ত থেকে বাণিজ্য করতে আসা বণিকদের হাত ধরে এই দুর্গাপুজোর সূচনা হয়েছিল। রায়গঞ্জ শহরের সুপ্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম আদি দুর্গাবাড়ির পুজো। কুলিক নদীর তীরে একটি বন্দর ছিল। এক সময় বহু বণিকরা সেখানে আসতেন বাণিজ্যের উদ্দেশ্যে। জানা যায়, তাঁদের হাত ধরেই প্রথম শুরু হয়েছিল আদি দুর্গাবাড়ির পুজো। প্রায় ৪০০ বছর আগে এই মন্দির স্থাপন করা হয়েছিল।
advertisement

আরও পড়ুন: বাস্তুতন্ত্র বজায় রাখতে নদীতে ৫০ কেজি চারাপোনা ছাড়া হল

অনেকে মনে করেন, বাংলায় মোঘল শাসনকালে কুলিক নদী বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট ছিল। বড় বড় সওদাগরী নৌকা কুলিক নদীর বন্দর ঘাটে এসে নোঙর করত। সেই সময় বাইরে থেকে ব্যবসা করতে বাইরে থেকে প্রচুর বণিকরা এখানে আসতেন। তাঁদের মধ্যেই বেশ কিছু ধর্মপ্রাণ মানুষের সৌজন্যে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বলে মনে করা হয়। আবার কারোর কারোর মতে এই মন্দিরের প্রতিষ্ঠাতা সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা রঘুনন্দন গিরিগোঁসাই। তাঁদের অন্দোলনের সময়ই এই মন্দির গড়ে ওঠে।

advertisement

প্রাচীনকাল থেকেই এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বন্দর এলাকাতে মেলা বসে। এই মেলা ছিল সকল শ্রেণির মিলনের স্থান। পরবর্তিতে এই মন্দিরের পুজো সর্বজনীন পুজোয় পরিণত হয়। প্রথম দিকে এখানে টিনের চাল দিয়ে ঘেরা ছিল মন্দির। সেখানেই প্রতিদিন দেবীর পুজো হত। এলাকার সকল মানুষ একত্রিত হয়ে এই পুজো করতেন। বেশ কয়েক বছর আগে রায়গঞ্জের মানুষের অনুদানে মন্দির পাকা করা হয়। স্থাপন কাল থেকেই প্রতিমার কাঠামো একই রাখা হলেও ১৯৫৩ সালে কুলিকের ভয়াবহ বন্যায় তা ভেসে যায়। পরবর্তিকালে নতুন কাঠামো তৈরি করা হয়। তারপর থেকে সেই কাঠামোর উপর প্রতি বছর দেবী প্রতিমা তৈরি করা হয়। দুর্গামন্দিরের অন্দরেই এখন প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে প্রচুর ভক্ত এই পুজো দেখতে ছুটে আসেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: ৪০০ বছর আগে কুলিক বন্দরে বাণিজ্য করতে আসা বণিকরা এই পুজোর সূচনা করেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল