আরও পড়ুনঃ সর্দি-কাশি? বুকে কফ জমে হয়রানি? ঘরোয়া উপায়ে সেরে উঠুন নিমেষে
তার মা পম্পা পাল জানান, ‘ছোট থেকেই খুব সুন্দর আর্ট করত সৌম্য। হঠাৎ একবার কাউকে কিছু না বলেই নিজের ইচ্ছে মতো দুর্গা প্রতিমা বানানো শুরু করে। সপ্তম শ্রেণিতে পড়া সৌমদীপের খেয়াল খুশি মতো করা সেই দুর্গা প্রতিমা দেখে বেশ চমকে যান বাবা-মা। কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির পড়ুয়া বলেমাটির প্রতিমা বানাতে তার ভীষণ ভাললাগে ভবিষ্যতে কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করবার ইচ্ছে রয়েছে তার।
advertisement
শেঠকলোনিতে তার বানানো মিনি দুর্গাএবার পূজিত হবেন শেঠ কলোনির ঐক্য সম্মেলনের মন্দির প্রাঙ্গণে। শুধু প্রতিমা গড়া নয় এতটুকু বয়সে প্রতিমার পাশাপাশি সৌমদীপের তৈরি বিভিন্ন ডিজাইনের ডাকের সাজপ্রশংসিত হয়েছে সকলের কাছে।আগামীতে অনেক বড় হোক সৌম্য এটাই সবার প্রার্থনা।
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও
পিয়া গুপ্তা