আরও পড়ুন: পান-বিড়ির দোকানও অ্যাপে হিসেব রাখছে! নববর্ষে বেজে উঠল খেরোর খাতার 'নিশ্চিত' বিদায় ঘণ্টা
উত্তর দিনাজপুরের এই কালীমন্দিরটি ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর তাই বাংলা নববর্ষের দিন পুজো দিতে দূর দূরান্ত থেকে বহু মানুষ মানুষ ছুটে আসেন। ভোর থেকে মন্দিরের সামনে ভক্তদের বিশাল লম্বা লাইন লক্ষ্য করা যায়।
advertisement
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বয়রা কালী মন্দিরে ভিড় বাড়তে থাকে। সাতসকালেই তাপমাত্রা বাড়াবাড়ির জায়গায় পৌঁছে গেলেও ভক্তদের মধ্যে উৎসাহের খামতি ছিল না। পরিবারের মঙ্গল কামনায় পুজো দেওয়ার পাশাপাশি বহু ব্যবসায়ী হালখাতা ও লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে মন্দিরে আসেন পুজো দেবেন বলে। এদিন ভোর পাঁচটা থেকেই মা বয়রার মন্দিরে পুজো শুরু হয়ে যায়।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2023 4:41 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Poila Baisakh News: ভোর পাঁচটার আগেই মা বয়রার মন্দিরের সামনে ভক্তদের ঢল, মহাসমারোহে চলল পয়লা বৈশাখের পুজো