বৃহস্পতিবার অভিযুক্ত মহিলাকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। মহিলার বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ করছিলেন স্থানীয়রা৷ পরে জোর করে তার ব্যাগ দেখতে গিয়ে মিলল কন্ডোম৷ সন্দেহ যে বহুদিন ধরেই অবৈধ কাজে যুক্ত এই মহিলা৷ তার বাড়িতেই অসামাজিক কাজকর্ম চলে বলে অভিযোগ উঠেছে এলাকায়৷
advertisement
স্থানীয় এক বাসিন্দা জানান যে দীর্ঘদিন ধরে এই বাড়িতে অসামাজিক কাজকর্ম চলছে। রীতিমতো দেহ ব্যবসা চলছে। দীর্ঘদিন ধরে এলাকায় অচেনা মানুষদের আনাগোনা বাড়ছে। এর ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে অভিযোগ৷ অচেনা মানুষের আনাগোনার ফলে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ ওঠে৷
এর আগে বারবার বলেও কোনও লাভ হয়নি। আজ সকলে মিলে বাড়িতে ঢুকলে হাতেনাতে ধরা পড়ে মহিলার কীর্তিকলাপ। মহিলার ব্যাগ থেকেও উদ্ধার হয় বহু কন্ডোমের প্যাকেট। এদিন মহিলাকে বেধড়ক মারধর করে অভিযুক্ত মহিলাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা।
তবে এনিয়ে এখনও মহিলার কোনও বক্তব্য মেলেনি৷ পুলিষ গোটা ঘটনা খতিয়ে দেখছে৷ মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
পিয়া গুপ্তা






