TRENDING:

Woman illegal activity: মহিলার ব্যাগের চেন খুলতেই হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ল কন্ডোমের প্যাকেট!

Last Updated:

তল্লাশি চালাতেই মহিলার ব্যাগ থেকে উদ্ধার বহু কন্ডোমের প্যাকেট। দেহ ব্যবসা সহ অসামাজিক কাজকর্ম চালানোর অভিযোগে  মহিলাকে মারধর করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: তল্লাশি চালাতেই মহিলার ব্যাগ থেকে উদ্ধার বহু কন্ডোমের প্যাকেট। দেহ ব্যবসা সহ অসামাজিক কাজকর্ম চালানোর অভিযোগে মহিলাকে মারধর করা হয়৷ পাশাপাশি তার বাড়ি ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সৎসঙ্গ কলোনি এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement

বৃহস্পতিবার অভিযুক্ত মহিলাকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। মহিলার বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ করছিলেন স্থানীয়রা৷ পরে জোর করে তার ব্যাগ দেখতে গিয়ে মিলল কন্ডোম৷ সন্দেহ যে বহুদিন ধরেই অবৈধ কাজে যুক্ত এই মহিলা৷ তার বাড়িতেই অসামাজিক কাজকর্ম চলে বলে অভিযোগ উঠেছে এলাকায়৷

আরও পড়ুন East Bengal fan Inspirational Story : ইস্টবেঙ্গলের অন্ধ ভক্ত, হেরেও যেন জিতেছেন নিজের জীবনে, গোপাল দাসের কাহিনি এক অনুপ্ররণা

advertisement

স্থানীয় এক বাসিন্দা জানান যে দীর্ঘদিন ধরে এই বাড়িতে অসামাজিক কাজকর্ম চলছে। রীতিমতো দেহ ব্যবসা চলছে। দীর্ঘদিন ধরে এলাকায় অচেনা মানুষদের আনাগোনা বাড়ছে। এর ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে অভিযোগ৷ অচেনা মানুষের আনাগোনার ফলে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ ওঠে৷

View More

এর আগে বারবার বলেও কোনও লাভ হয়নি। আজ সকলে মিলে বাড়িতে ঢুকলে হাতেনাতে ধরা পড়ে মহিলার কীর্তিকলাপ। মহিলার ব্যাগ থেকেও উদ্ধার হয় বহু কন্ডোমের প্যাকেট। এদিন মহিলাকে বেধড়ক মারধর করে অভিযুক্ত মহিলাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা।

advertisement

তবে এনিয়ে এখনও মহিলার কোনও বক্তব্য মেলেনি৷ পুলিষ গোটা ঘটনা খতিয়ে দেখছে৷ মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Woman illegal activity: মহিলার ব্যাগের চেন খুলতেই হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ল কন্ডোমের প্যাকেট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল