East Bengal fan Inspirational Story : ইস্টবেঙ্গলের অন্ধ ভক্ত, হেরেও যেন জিতেছেন নিজের জীবনে, গোপাল দাসের কাহিনি এক অনুপ্ররণা

Last Updated:

একটা ছোট্ট চায়ের দোকান। সেখান থেকেই তার রোজ রোজগার। তবে তার চায়ের দোকান যেন আস্ত ইস্টবেঙ্গল ক্লাব।

+
title=

আসানসোল, পশ্চিম বর্ধমান : তিনি লাল হলুদের অন্ধভক্ত। ইস্টবেঙ্গলের এই ভক্ত জীবন যুদ্ধের খেলায় কখনও হার মানতে শেখেননি। তিনি বিশেষভাবে সক্ষম। দুটো পায়ে চলতে পারেন না ঠিক করে। তবুও থেমে নেই তাঁর জীবনে চলার পথ। একটা ছোট্ট চায়ের দোকান। সেখান থেকেই তার রোজ রোজগার। তাঁর এই চায়ের দোকান যেন আস্ত ইস্টবেঙ্গল ক্লাব। লাল হলুদের এই অন্ধ ভক্তের নাম গোপাল দাস। এলাকায় তিনি পরিচিত গপু দা নামে। আসানসোলের মহিশীলার শিমুলতলায় রয়েছে তাঁর দোকান। তবে তাঁর দোকানে চা প্রেমী মানুষের ভিড় যত না হয়, তার থেকে বেশি ভিড় হয় ফুটবল প্রেমী মানুষের।
শিমুল তলায় গোপাল দাসের যে দোকানটি রয়েছে, তা তিনি সাজিয়ে রেখেছেন লাল হলুদ রঙে। সকাল থেকেই চায়ের দোকানে থাকেন গোপাল বাবু। ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা দোকান তিনি সাজিয়ে তুলেছিলেন। লাল হলুদ রঙের বেলুন, একই রঙের মালা পরিয়ে সাজিয়েছিলেন নিজের কর্মস্থলকে। খুব ছোট থেকেই তিনি ইস্ট বেঙ্গলের অন্ধ ভক্ত। জীবনযুদ্ধে হার না মানা এই ফুটবল ভক্ত এলাকাতেই চালান ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব। যদিও তার সদস্য সংখ্যা আরও অনেক। পরিচালন কমিটিতেও অনেকেই রয়েছেন। তবে গোপালদা ছাড়া এই ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবও যেন জৌলুসহীন।
advertisement
advertisement
যতই বাধা আসুক না কেন, এগিয়ে যাওয়ার নামই যে জীবন, তার জলজ্যান্ত প্রমান গোপাল দাস। ছোট্ট চায়ের দোকান থেকে খুব বেশি উপার্জন গোপাল দাসের হয় না। বৈভবে পরিপূর্ণ জীবন কাটান না তিনি। কিন্তু হার মানতেও শেখেননি। যেভাবে খেলার ময়দানে ফুটবলাররা শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের চেষ্টা চালিয়ে যান, তেমনি অদম্য জেদ রয়েছে গোপাল বাবুর মনে। মনের সেই জোর থেকেই তিনি দুবেলা দু মুঠোঅন্ন সংস্থান করতে পারছেন। একই সঙ্গে নিজের প্রিয় ক্লাবের প্রতি মানুষকে আকর্ষিত করতেও তিনি সমানভাবে উদ্যোগী। ইস্টবেঙ্গলের এই অন্ধ ভক্ত তাই এলাকাবাসীর কাছে খুবই জনপ্রিয়।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
East Bengal fan Inspirational Story : ইস্টবেঙ্গলের অন্ধ ভক্ত, হেরেও যেন জিতেছেন নিজের জীবনে, গোপাল দাসের কাহিনি এক অনুপ্ররণা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement