Bankura Weather Latest Update : সারাদিন ঝমঝম-ঝিরঝির বৃষ্টি, নাগাড়ে বৃষ্টিতেও আর্দ্রতা মারাত্মক, কবে দেখা মিলবে ঝলমলে রোদের? জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট

Last Updated:
অতিবৃষ্টির কারণে জলের তলায় চলে গেছে ধান জমি এবং রাস্তাঘাট। লাল ল্যাটেরাইটিক বেলে মাটির দেশ বাঁকুড়া। এই মাটির জল ধারণ ক্ষমতা অত্যন্ত কম। এবং সেই কারণে অতিবৃষ্টি হলে দেখা যায় ভূমিক্ষয়।
1/6
টানা দুই দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে বাঁকুড়া জেলায়। পূর্বাভাষ মত নিম্নচাপের প্রভাব কার্যত স্পষ্ট জেলা জুড়ে। সোমবার সন্ধেবেলা থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তারপর একনাগাড়ে মঙ্গলবার ভোর বেলা পর্যন্ত ভারী বর্ষণ। বাঁকুড়া জেলার ঐতিহাসিক প্রাণকেন্দ্র বিষ্ণুপুরে শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত৷ (রিপোর্টার-নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
টানা দুই দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে বাঁকুড়া জেলায়। পূর্বাভাষ মত নিম্নচাপের প্রভাব কার্যত স্পষ্ট জেলা জুড়ে। সোমবার সন্ধেবেলা থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তারপর একনাগাড়ে মঙ্গলবার ভোর বেলা পর্যন্ত ভারী বর্ষণ। বাঁকুড়া জেলার ঐতিহাসিক প্রাণকেন্দ্র বিষ্ণুপুরে শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত৷ (রিপোর্টার-নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
তারপর ধীরে ধীরে রামসাগর - ওন্দা হয়ে বাঁকুড়া শহরে প্রবেশ করে নিম্নচাপ। বিষ্ণুপুরের বেশিরভাগ অঞ্চল নিচু জায়গায় হওয়ায় অতিবৃষ্টির কারণে জলের তলায় চলে গিয়েছে ধান জমি এবং রাস্তাঘাট।
তারপর ধীরে ধীরে রামসাগর - ওন্দা হয়ে বাঁকুড়া শহরে প্রবেশ করে নিম্নচাপ। বিষ্ণুপুরের বেশিরভাগ অঞ্চল নিচু জায়গায় হওয়ায় অতিবৃষ্টির কারণে জলের তলায় চলে গিয়েছে ধান জমি এবং রাস্তাঘাট।
advertisement
3/6
এদিন সর্বোচ্চ তাপমাত্রা নেমে মাত্র ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সমগ্র দিন জুড়ে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায়। বুধবার ৯০% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
এদিন সর্বোচ্চ তাপমাত্রা নেমে মাত্র ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সমগ্র দিন জুড়ে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায়। বুধবার ৯০% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
4/6
তবে চলতি সপ্তাহে যত দিন গড়াবে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে, এমনটাই জানা যাচ্ছে। আগামী সপ্তাহের শেষের দিকে দেখা যেতে পারে, সূর্যের মুখ।
তবে চলতি সপ্তাহে যত দিন গড়াবে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে, এমনটাই জানা যাচ্ছে। আগামী সপ্তাহের শেষের দিকে দেখা যেতে পারে, সূর্যের মুখ।
advertisement
5/6
এদিন সূর্যোদয় হয় ভোর পাঁচটা বেজে ১২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা বেজে ২৩ মিনিটে। সারাদিন পূর্ব থেকে পশ্চিমে গড়ে চোদ্দ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে বাদলে হাওয়া। চারিদিক মেঘে ঢেকে রয়েছে এবং সেই কারণেই অতিবেগুনি রশ্মির পরিমাণ ছয় যা মাঝারি থেকে একটু বেশি৷ বৃষ্টিপাতের কারণে বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেড়ে ৮১ শতাংশ
এদিন সূর্যোদয় হয় ভোর পাঁচটা বেজে ১২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা বেজে ২৩ মিনিটে। সারাদিন পূর্ব থেকে পশ্চিমে গড়ে চোদ্দ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে বাদলে হাওয়া। চারিদিক মেঘে ঢেকে রয়েছে এবং সেই কারণেই অতিবেগুনি রশ্মির পরিমাণ ছয় যা মাঝারি থেকে একটু বেশি৷ বৃষ্টিপাতের কারণে বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেড়ে ৮১ শতাংশ
advertisement
6/6
এদিন বাঁকুড়ার বায়ুর গুনগত মান চলতি বছরে সর্বশ্রেষ্ঠ যার সূচক মাত্র ৪৪। লাল ল্যাটেরাইটিক বেলে মাটির দেশ বাঁকুড়া। এই মাটির জল ধারণ ক্ষমতা অত্যন্ত কম। এবং সেই কারণে অতিবৃষ্টি হলে দেখা যায় ভূমিক্ষয় এবং মাটির উপরের স্তরের অপসারণ। বৃষ্টির কারণে গ্রামীণ রাস্তাঘাট ভরে যায় জলে তার সঙ্গে তৈরি হয় বড় বড় গর্ত। এই পরিস্থিতির ভুক্তভোগী এখন বাঁকুড়া জেলা। তবে বৃষ্টির হাত থেকে নিস্তার এখনই মিলবে না এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস।
এদিন বাঁকুড়ার বায়ুর গুনগত মান চলতি বছরে সর্বশ্রেষ্ঠ যার সূচক মাত্র ৪৪। লাল ল্যাটেরাইটিক বেলে মাটির দেশ বাঁকুড়া। এই মাটির জল ধারণ ক্ষমতা অত্যন্ত কম। এবং সেই কারণে অতিবৃষ্টি হলে দেখা যায় ভূমিক্ষয় এবং মাটির উপরের স্তরের অপসারণ। বৃষ্টির কারণে গ্রামীণ রাস্তাঘাট ভরে যায় জলে তার সঙ্গে তৈরি হয় বড় বড় গর্ত। এই পরিস্থিতির ভুক্তভোগী এখন বাঁকুড়া জেলা। তবে বৃষ্টির হাত থেকে নিস্তার এখনই মিলবে না এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস।
advertisement
advertisement
advertisement