আরও পড়ুন: স্মার্টফোন ফেলে বর্ষবরণের আনন্দে মাতল শিশুরা
বাংলা নববর্ষ উপলক্ষে কয়েক বছর আগেও পাড়ায় পাড়ায় বর্ষবরণ উৎসব হত। সেখানে নাচ-গান,কবিতা পাঠ করতে দেখা যেত ছেলেমেয়েদের। কিন্তু গত কয়েক বছরের মধ্যে এই ছবিটা দ্রুত বদলে যায়, বেশিরভাগ জায়গাতেই বন্ধ হয়ে গিয়েছে বর্ষবরণ উৎসব। এদিকে বাঙালিও বাংলা গান এখন ভুলতে বসেছে। হিন্দি গানেই মজে বর্তমান প্রজন্ম। এই অবস্থায় বাংলা নববর্ষ উপলক্ষে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতেই উত্তর দিনাজপুরের একদল যুবক যুবতী বাংলা ব্যান্ডের পুরনো দিনের গান সকলের সামনে তুলে ধরেন। এই গান শুনতে ভিড় করেছিল বহু মানুষ।
advertisement
যে তরুণ শিল্পীরা এই অসামান্য উদ্যোগ নিলেন তাঁদের বক্তব্য, পয়লা বৈশাখ উপলক্ষে কালিয়াগঞ্জের পার্কগুলিতে বহু মানুষ ঘুরতে আসেন। তাঁদের এই উদ্যোগের ফলে একদিকে যেমন ভুলতে বসা বাংলা গানগুলি মানুষের মনে পড়বে তেমনই তাঁরা তাঁদের শিল্পপ্রতিমা তুলে ধরতে পারলেন বহু মানুষের সামনে।
পিয়া গুপ্তা