Poila Baisakh: স্মার্টফোন ফেলে বর্ষবরণের আনন্দে মাতল শিশুরা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
শুক্রবার সন্ধেয় অর্থাৎ চড়কের দিন ব্রতচারী, নাটক, নাচ, ছৌ নাচ, পঞ্জাবি নৃত্য, সমবেত নৃত্য, যোগ ব্যায়াম, ক্যারাটে সহ দেশের বিভিন্ন আঞ্চলিক রাজ্যের নাচ ও গান পরিবেশন করা হয়।
মুর্শিদাবাদ: স্মার্ট ফোন আর অনলাইন গেম শিশুদের শৈশব কার্যত ছিনিয়ে নিয়েছে। আজকাল মাঠে ক্রিকেট-ফুটবল খেলার পরিবর্তে বেশিরভাগ শিশুকে ঘাড় নিচু করে মোবাইলে বুঁদ হয়ে থাকতে দেখা যায়। এক-দেড় বছরের শিশুদেরও এই অবস্থা! ফলে গান শেখা আঁকা সাঁতার এই সব কিছুই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তাদের জীবন থেকে। তবে এরই মধ্যে অভাবনীয় কাণ্ড ঘটল। স্মার্টফোন ছেড়ে অনেকদিন পর বর্ষবরণের আনন্দের মেতে উঠল কচিকাঁচারা।
আজকাল অভিভাবকরা নিজেদের সময় বের করতে এবং সন্তানের আবদার মেটাতে শিশু বয়সেই তাদের হাতে তুলে দেন মোবাইল। যদিও বিজ্ঞান বলছে, একটি শিশুকে শিক্ষার প্রথম পাঠ দেয় তার চারপাশের পরিবেশ ও প্রকৃতি। নাচ, গান, খেলার মধ্য দিয়ে তারা নিজেরাই জীবনের ভালো-মন্দ বিষয়গুলি চিনতে শেখে। কিন্তু আজকাল সেই পরিস্থিতির বড় অভাব। তবে পরিবারগুলি না পারলেও কচিকাঁচাদের শৈশব উপহার দেওয়ার কাজ দীর্ঘদিন ধরে করে আসছে কান্দির রূপপুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদি সব পেয়েছির আসর। সেই সংস্থার উদ্যোগেই বর্ষবরণের উৎসবে মেতে উঠল খুদেরা।
advertisement
advertisement
রূপপুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদি সব পেয়েছির আসরের পক্ষ থেকে সংস্থার বার্ষিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই বর্ষবরণ করা হয়। শুক্রবার সন্ধেয় অর্থাৎ চড়কের দিন ব্রতচারী, নাটক, নাচ, ছৌ নাচ, পঞ্জাবি নৃত্য, সমবেত নৃত্য, যোগ ব্যায়াম, ক্যারাটে সহ দেশের বিভিন্ন আঞ্চলিক রাজ্যের নাচ ও গান পরিবেশন করা হয়। মুর্শিদাবাদের কান্দি রূপপুর কেদারনাথ পুর প্রাথমিক বিদ্যালয়ে সব পেয়েছির আসরের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সুচনা করা হয়। উপস্থিত ছিলেন কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক, সংস্থার সভাপতি প্রদীপ মাঝি সহ বিশিষ্ট ব্যক্তিরা। রূপপুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সব পেয়েছির আসরের পক্ষ থেকে প্রতিদিন বিকেলে বিভিন্ন খেলার প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি নানান সাংস্কৃতিক বিষয় নিয়েও চর্চা হয় এখানে। বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিতে পেরে শিশুরা অত্যন্ত খুশি।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2023 5:43 PM IST