বৃদ্ধ জানান, শরীর সুস্থ রাখতে হাঁটার কোনও তুলনা হয়না।পুলিশের চাকরি থেকে অবসর নিতেই শরীরে বহু রোগ বাসা বাঁধছিল। তার পর থেকেই তিনি মন স্থির করেন দীর্ঘ পথ হেঁটে চলার। প্রতিদিন হাঁটার অভ্যাস থেকেই তিনি স্থির করেন পায়ে হেঁটে দেশ ভ্রমণের। তাই পায়ে হেঁটে চলার পাশাপাশি নেশা মুক্ত সমাজের বার্তা নিয়েই তিনি চলতি বছরের মে মাস থেকে যাত্রা শুরু করেছিলেন।
advertisement
আরও পড়ুন: ২১ জুলাইতেই মর্মান্তিক মৃত্যু, ধর্মতলা আজও খোঁজে সহেন্দ্রকে! তৃণমূল মনে রাখল কি?
আরও পড়ুন: ‘মৃত্যুদণ্ডের আবেদন জানাব’, মণিপুরে ২ গণধর্ষিতাকে বিবস্ত্র করে ঘোরানো, মুখ খুললেন মুখ্যমন্ত্রী
এখনও পর্যন্ত হাজার কিলোমিটার পথ তিনি অতিক্রম করতে পেরেছেন পায়ে হেঁটে। এরপর নেপাল ভুটান পায়ে হেঁটে তিনি ওড়িশা থেকে রায়গঞ্জে এসে পৌঁছান। তার বক্তব্য শরীরকে সুস্থ সতেজ রাখতে প্রয়োজন নিয়মিত শরীরচর্চা। সেইসঙ্গে মাদক বর্জনের বিষয়েও সচেতন করছেন তিনি।
পিয়া গুপ্তা