TMC 21 July: ২১ জুলাইতেই মর্মান্তিক মৃত্যু, ধর্মতলা আজও খোঁজে সহেন্দ্রকে! তৃণমূল মনে রাখল কি?

Last Updated:

TMC 21 July: এমনকি মৃত ওই তৃণমূল সমর্থকের মৃত্যুর সার্টিফিকেট হাতে না পাওয়ায় সরকারি সুযোগ- সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত ওই পরিবারটি।

চলে গেছে বাড়ির মানুষটাই!
চলে গেছে বাড়ির মানুষটাই!
কোচবিহার: আট বছর আগের এক একুশে জুলাই সমাবেশে যোগ দিয়ে ট্রেনে করে বাড়ি ফেরার পথে লাইনের ধারে থাকা ল্যাম্পপোস্টের ধাক্কায় মৃত্যু হয়েছিল তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের শালবাড়ী-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্জি পাড়া এলাকার বাসিন্দা তৃণমূল সমর্থক সহেন্দ্র দাসের। প্রথম দিকে খোঁজখবর রাখলেও তারপর থেকে একুশে জুলাই আসে যায়, কেউ খোঁজ রাখে না সহেন্দ্র দাসের হতভাগ্য স্ত্রী আর ছেলের। একুশে জুলাই এলেই স্বামীর স্মৃতি আঁকড়ে কুরে ঘরের আড়ালে বসে শুধুই চোখের জল ফেলে সহেন্দ্র দাসের পরিবার।
এমনকি মৃত ওই তৃণমূল সমর্থকের মৃত্যুর সার্টিফিকেট হাতে না পাওয়ায় সরকারি সুযোগ- সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত ওই পরিবারটি। এ ব্যাপারে মৃত ওই তৃণমূল সমর্থকের ছোট ছেলে সুরজিৎ দাস জানিয়েছেন, বাবার মৃত্যু নয় মাসের মাথায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে দাদার। বাধ্য হয়ে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেই দিনমজুরির কাজ করতে হয়েছে তাকে।
advertisement
advertisement
বাবার মৃত্যুর সার্টিফিকেটের জন্য দলীয় নেতাদের দ্বারে দ্বারে ঘুরে শুধুই অপমান জুটেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে একুশে জুলাই এলেই বাবার কথা মনে পড়ে যায়। যদিও এ ব্যাপারে তৃণমুল মুখপাত্র চৈতি বর্মন বড়ুয়া জানান, বিষয়টি জানা ছিল না তাঁর। তবে শহিদ সমাবেশে পৌঁছে রাজ্য নেতাদের সঙ্গে আলোচনা করে ওই দলীয় কর্মীর মৃত্যু সার্টিফিকেট পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
advertisement
তবে আবার একটি একুশে জুলাই এসে গিয়েছে। শুক্রবার লক্ষ লক্ষ তৃণমূল কর্মীর সমর্থকদের স্লোগান ও ভিড়ে মুখরিত হয়ে উঠবে কলকাতার ধর্মতলা। তবে এই মহাযজ্ঞের বিপুল আয়োজনে হয়ত এবারও উপেক্ষিত থেকে যাবে মৃত তৃণমূল সমর্থক সহেন্দ্র দাসের পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
TMC 21 July: ২১ জুলাইতেই মর্মান্তিক মৃত্যু, ধর্মতলা আজও খোঁজে সহেন্দ্রকে! তৃণমূল মনে রাখল কি?
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement