জোড়া হুঁশিয়ারি শুভেন্দু-সুকান্তর, একুশে জুলাইয়ের দিনই পাল্টা কর্মসূচি বিজেপি-র
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
একা সুকান্ত মজুমদার নন, একুশে জুলাইয়ের সমাবেশের আগে এ দিন তৃণমূলকে চাপে ফেলতে ফের নয়া হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারীও৷
তৃণমূলের একুশে জুলাইয়ের কর্মসূচির দিনই রাজ্য জুড়ে বিডিও অফিস ঘেরাও অভিযানে ডাক দিল বিজেপি৷ পঞ্চায়েত ভোটে বিডিও-দের শাসক দলের হয়ে পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধেই এই কর্মসূচির ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ পঞ্চায়েত নির্বাচনে হিংসার প্রতিবাদে এ দিন কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে রাজ্য বিজেপি৷ সেই মিছিল শেষেই এই ঘোষণা করেন সুকান্ত মজুমদার৷ সেই সময় বিজেপি রাজ্য সভাপতির পাশে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷
একা সুকান্ত মজুমদার নন, একুশে জুলাইয়ের সমাবেশের আগে এ দিন তৃণমূলকে চাপে ফেলতে ফের নয়া হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারীও৷ বিরোধী দলনেতার দাবি, আগামী সপ্তাহেই তৃণমূল সরকারের নতুন দুর্নীতির তথ্য প্রকাশ্যে আনবেন তিনি৷ বিরোধীদের নতুন ইন্ডিয়া জোট নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা৷
শুভেন্দু অধিকারী বলেন, আমাদের যা সাংগঠনিক শক্তি ছিল তাতে এবারে আমরা ৬০ হাজার প্রার্থী দিতে পারতাম। আগামী দিনেও পথে নেমে আন্দোলন করার পাশাপাশি আইনে লড়াই চলবে। আমাদের লক্ষ্য এই তৃণমূল সরকারকে উৎখাত করা। শুধুমাত্র কলকাতায় রাজপথেই মিছিল নয়, আগামী দিনে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করা হবে।
advertisement
advertisement
যদিও বিজেপি নেতাদের এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল৷ দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, রাজ্যে কটা ব্লক আছে বিজেপি নেতারা জানেন তো? ৩৪১টা বিডিও অফিস ঘেরাও করতে যা লোক আছে, জোগাড় করতে পারবে তো?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2023 10:19 PM IST