মিস্টার ওয়াল এবার টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। ২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালে দলের পরাজয়ের পরে তাঁর চুক্তি শেষ হয়। তিনি সেই সময় দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন।
শেষমেশ একজন ক্রিকেটারের ফোন কল পেয়ে তিনি আবার এই দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতীয় দলের ব্যাটার এবং অধিনায়ক রোহিত শর্মা ফোন করে দ্রাবিড়কে কোচের পদে থাকতে বলেছিলেন। তাঁর অনুরোধ ফেলতে পারেননি দ্রাবিড়।
advertisement
আরও পড়ুন- ডেভিড মিলারের মনের অবস্থা কেমন এখন? বিশ্বকাপ খুইয়ে নিতে পারেন বড় সিদ্ধান্ত!
২০০৭ সালে শেষবার বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ট্রফি জিতেছিল ভারত। ১৭ বছর পর রোহিত শর্মার অধিনায়কত্বে আবার ভারত বিশ্বচ্যাম্পিয়ন।
কোচ রাহুল দ্রাবিড়ের জন্য এই ট্রফি খুবই স্পেশাল। কারণ ২০০৭-এ ওয়েস্ট ইন্ডিজে ওডিআই বিশ্বকাপে অধিনায়ক হিসেবে থাকা দ্রাবিড়কে প্রথম রাউন্ডে হেরে বাদ পড়তে হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অধিনায়ক হিসেবে হতাশ হয়েছিলেন দ্রাবিড়, তবে কোচ হিসেবে তিনি সফল।
—- Polls module would be displayed here —-
বিসিসিআই ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে নিযুক্ত করেছিল। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর তাঁর চুক্তি শেষ হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দ্রাবিড় ড্রেসিংরুমে বলেছিলেন, রোহিত শর্মা ফোন করে তাঁকে সেই সময় থাকতে বলেছিলেন।
আরও পড়ুন- কবে-কখন-কোথায় হবে পরবর্তী টি-২০ বিশ্বকাপ? রয়েছে বড় সুখবর, জানুন বিস্তারিত
দ্রাবিড় বলেছেন, রোহিত, তোমাকে ধন্যবাদ ওই ফোন কল করার জন্য। নভেম্বরে তুমি আমাকে ফোন করেছিলে। তুমি আমাকে ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন চালিয়ে যেতে বলেছিলেন।
তিনি আরও বলেন, আমি জানি একজন কোচ এবং একজন অধিনায়ক হিসেবে আমাদের মধ্যে অনেক কিছু হয়েছে। আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি এবং অনেক বিষয়ে একে অপরের সাথে একমত হয়েছি, আবার কিছু বিষয়ে আমরা একমত ছিলাম না। কিন্তু এই সব স্মৃতি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।