ডেভিড মিলারের মনের অবস্থা কেমন এখন? বিশ্বকাপ খুইয়ে নিতে পারেন বড় সিদ্ধান্ত!

Last Updated:

David Miller post: সাত নম্বরে ব্যাট করা ডেভিড মিলার সেদিন বোলারদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন।  তবে ১৯.১ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ডেভিড মিলারের ক্যাচ নিয়ে খেলা ঘুরিয়ে দেন সূর্যকুমার যাদব। মিলার প্যাভিলিয়নে ফেরার পর দক্ষিণ আফ্রিকা আর জিততে পারেনি।

কলকাতা: দক্ষিণ আফ্রিকা হয়তো ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা খুইয়েছেন, কিন্তু তাঁর দুর্দান্ত ইনিংস দর্শকদের মনে ছাপ রেখে গিয়েছে। ভারতীয় বোলারদের উপর চাপ তৈরি করেছিলেন ডেভিড মিলার। সেই চাপ বজায় ছিল শেষ ওভার পর্যন্ত।
মিলারের প্রতি সহানুভূতি জানিয়েছেন অনেকেই। এদিকে, ডেভিড মিলার এবার সোশ্যাল মিডিয়া পোস্টে যা লিখলেন, তাতে অনেকেরই মন খারাপ হতে পারে। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হার তাঁকে পুরোপুরি ভেঙে দিয়েছে।
আরও পড়ুন- রোহিতের ‘ভাই’কে চেনেন?খোদ হিটম্যানের মায়ের পোস্টেই ফাঁস হল ভাইয়ের সিক্রেট ফোটো
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেট বিশ্বের অনেক কিংবদন্তি ক্রিকেটার অবসরের ঘোষণা করেছেন। ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা-সহ বেশ কয়েকজন ক্রিকেটার আর দেশের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না বলে জানিয়েছেন।
advertisement
advertisement
মনে করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করতে ব্যর্থ ডেভিড মিলারও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। আর এই ঘোষণা তিনি করতে পারেন কয়েকদিনের মধ্যেই।
শরীরে অতিরিক্ত চাপ কমাতে ৩৫ বছর বয়সী এই তারকা টি-টোয়েন্টি থেকে দূরে সরতে পারেন। ভিড মিলার টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ফোকাস করতে চান।
—- Polls module would be displayed here —-
advertisement
টি-টোয়েন্টি থেকে ডেভিড মিলারের অবসরের সবচেয়ে বড় কারণ হবে দলে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া। বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর তাঁকে কাঁদতে দেখা যায়। এবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন- অবসর নিয়ে নিয়েছিলেন! কিন্তু খেলবেন বিরাট- রোহিত, মেগা ঘোষণা জয় শাহের
মিলার লিখেছেন, এমন একটা হার আমার পক্ষে হজম করা কঠিন। আমি খুবই দুঃখিত। কিছুতেই সেই দুঃখ থেকে বেরোতে পারছি না। এমন একটা খারাপ লাগা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে আমি বিশ্বাস করি, এই দলটার বড় কিছু করার ক্ষমতা রয়েছে।
advertisement
সাত নম্বরে ব্যাট করা ডেভিড মিলার সেদিন বোলারদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন।  তবে ১৯.১ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ডেভিড মিলারের ক্যাচ নিয়ে খেলা ঘুরিয়ে দেন সূর্যকুমার যাদব। মিলার প্যাভিলিয়নে ফেরার পর দক্ষিণ আফ্রিকা আর জিততে পারেনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ডেভিড মিলারের মনের অবস্থা কেমন এখন? বিশ্বকাপ খুইয়ে নিতে পারেন বড় সিদ্ধান্ত!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement