Rohit Sharma Brother: রোহিতের 'ভাই'কে চেনেন? খোদ হিটম্যানের মায়ের পোস্টেই ফাঁস হল ভাইয়ের সিক্রেট ফোটো
- Published by:Pooja Basu
- trending desk
Last Updated:
Rohit Sharma Mother Post: ‘কাঁধে মেয়ে, পিঠে গোটা দেশ, পাশে ভাই’, বিশ্বকাপ জয়ের পর ছেলের ছবি পোস্ট রোহিতের মায়ের৷ মায়ের লেখা এই পোস্টে নেটদুনিয়ায় শোরগোল!
সাউথ আফ্রিকাকে হারিয়ে সদ্য বিশ্বকাপ জিতে উঠেছেন দু’জন। চোখে-মুখে তৃপ্তির হাসি। হাতে ট্রফি নিয়ে মাঠে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ফ্রেমটা কী রকম?সাউথ আফ্রিকাকে হারিয়ে সদ্য বিশ্বকাপ জিতে উঠেছেন দু’জন। চোখে-মুখে তৃপ্তির হাসি। হাতে ট্রফি নিয়ে মাঠে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ফ্রেমটা কী রকম?
advertisement
advertisement
advertisement
advertisement
বিরাটের সঙ্গে ছবি পোস্ট করায় রোহিতের মায়ের প্রশংসা করছেন নেটিজেনরা। তাঁরা বলছেন, “কোনও নিরাপত্তাহীনতা নেই। অবলীলায় কোহলির সঙ্গে নিজের ছেলের ছবি পোস্ট করলেন। এ থেকে বোঝা যায়, গোটা টিম তাঁদের পরিবার। বিরাট সেই পরিবারের সদস্য”। এক ইউজার কমেন্টে লিখেছেন, “অন্য মায়ের পেটের ভাই”। আরেকজন ইউজার পূর্ণিমাকে রত্নগর্ভা আখ্যা দিয়েছেন। লিখেছেন, “আপনি এই দেশকে হিরে দিয়েছেন”।
advertisement
advertisement
রোহিতও হাসিমুখে বিদায় জানিয়েছেন টি২০ ফরম্যাটকে। বিশ্বকাপ জয়ের পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “এটা আমার শেষ ম্যাচ ছিল। যবে থেকে এই ফরম্যাটে খেলা শুরু করেছি, শুধু উপভোগ করেছি। টি২০-কে বিদায় জানানোর এর থেকে ভাল মুহূর্ত আর পাব না। সবচেয়ে বড় কথা এই ফরম্যাটেই আমি ভারতের জার্সিতে খেলা শুরু করি। এটাই আমি চেয়েছিলাম। কাপ জেত এবং বলো বিদায়”।