Saraswati Puja 2026: সাবেকিয়ানাকে ছাপিয়ে আধুনিক চমক! কালনার সরস্বতী পুজোয় AI ভাবনায় দেবী, ঐতিহ্য-প্রযুক্তির মেলবন্ধনে ‘এআই-কিউট’ প্রতিমা

Last Updated:

Saraswati Puja 2026: কালনার ঐতিহ্যপূর্ণ সরস্বতী পুজোর বেশ কয়েকটি মণ্ডপে এই বছর এই অভিনব প্রতিমা স্থান পাচ্ছে। শহরের একাধিক ক্লাব আধুনিক ভাবনায় পুজো সাজাতে উদ্যোগী হয়েছে।

+
এআই

এআই কিউট সরস্বতী প্রতিমা

কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ কালনার সরস্বতী পুজো মানেই সাবেকি রীতির আভিজাত্য, শিল্পীদের নিখুঁত হাতের ছোঁয়া আর মণ্ডপে মণ্ডপে ভিন্ন ভাবনার প্রকাশ। তবে এই বছর সেই ঐতিহ্যের আঙিনায় ঢুকে পড়েছে একেবারে নতুন চমক ‘এআই-কিউট’ সরস্বতী প্রতিমা। আধুনিকতার হাওয়ায় ভর করে কালনার পুজোয় এই প্রথম এত বড় আকারে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় তৈরি প্রতিমার সমাহার দেখা যাচ্ছে।
কেমন এই এআই প্রতিমা? প্রযুক্তি থেকেই ভাবনাটা শুরু হচ্ছে। ক্লাব সদস্যরা এআই ব্যবহার করে নিজেদের কল্পনামতো সরস্বতী প্রতিমার ডিজাইন তৈরি করছেন। মুখাবয়ব, ভঙ্গি, অলংকার থেকে রঙের কম্বিনেশন সবই ঠিক হচ্ছে ডিজিটাল স্কেচে। তারপর সেই ছবি পৌঁছে যাচ্ছে মৃৎশিল্পীদের হাতে। শিল্পীদের নিপুণ কারুকার্যে সেই ডিজিটাল কল্পনাই রূপ নিচ্ছে বাস্তব প্রতিমায়। ফলে সাবেকি আদলের পাশাপাশি জন্ম নিচ্ছে একেবারে নতুন, কিউট ও আধুনিক লুকের মা সরস্বতী।
advertisement
আরও পড়ুনঃ খেতে গিয়ে গলায় মাংসের টুকরো আটকে বিপত্তি! কাটাছেঁড়া ছাড়াই বের করলেন চিকিৎসকরা, প্রাণে বাঁচলেন রোগী
মৃৎশিল্পী নারায়ণ দাস বলেন, “কালনায় এবার আধুনিকতা এসেছে। নতুন প্রজন্ম সবাই এবার নতুনত্ব কিছু চাইছে। আমার এখানেই নয়, আরও বিভিন্ন জায়গায় এই কিউট প্রতিমা হচ্ছে। তবে এই কাজ অনেকটা ধরে ধরে তারপর করতে হচ্ছে।” কালনা থানার অন্তর্গত শিল্পীদের দক্ষতায় তৈরি এই অভিনব এআই-কিউট প্রতিমা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
advertisement
advertisement
শিল্পীদের কথায়, সময়ের সঙ্গে মানুষের রুচির বদল স্বাভাবিক। নতুন প্রজন্ম চায় নতুনত্ব, চায় আলাদা কিছু, আর সেই চাহিদার দিকেই তাকিয়ে সাবেকি ধারার সঙ্গে তাল মিলিয়ে উঠে আসছে এআই ভাবনার প্রতিমা। কালনার ঐতিহ্যপূর্ণ সরস্বতী পুজোর বেশ কয়েকটি মণ্ডপে এই বছর এই অভিনব প্রতিমা স্থান পাচ্ছে। শহরের একাধিক ক্লাব আধুনিক ভাবনায় পুজো সাজাতে উদ্যোগী হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বারুইপাড়ার স্বর্ণদ্বীপ ক্লাব, রূপালিকা ক্লাব, বন্ধু সমিতি ক্লাব সহ সমাপ্তি সংঘের মণ্ডপেও থাকছে বিশেষ ‘এআই-কিউট’ সরস্বতী প্রতিমা। পাশাপাশি জিউধারা বারোয়ারি সমিতিও সুদৃশ্য মণ্ডপসজ্জার সঙ্গে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বেছে নিয়েছে এই নতুন ধারার প্রতিমা। প্রতিমা শিল্পীদের কাছেও ইতিমধ্যেই বিভিন্ন ক্লাবের তরফে ‘এআই-কিউট’ প্রতিমার একাধিক বরাত এসেছে। সব মিলিয়ে বলা যায়, এই বছর কালনা শহর ও শহরতলির সরস্বতী পুজোতে শুধু চোখধাঁধানো মণ্ডপসজ্জাই নয়, প্রতিমাতেও দেখা যাবে আধুনিকতার নতুন রূপ। ঐতিহ্য আর প্রযুক্তির এই মেলবন্ধন দর্শনার্থীদের মন জয় করবে, তা নিয়ে আশাবাদী শিল্পী থেকে পুজো কমিটি সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: সাবেকিয়ানাকে ছাপিয়ে আধুনিক চমক! কালনার সরস্বতী পুজোয় AI ভাবনায় দেবী, ঐতিহ্য-প্রযুক্তির মেলবন্ধনে ‘এআই-কিউট’ প্রতিমা
Next Article
advertisement
West Bengal Weather Update: বাড়বে তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপটও, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বাড়বে তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপটও, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বাড়বে তাপমাত্রা

  • থাকবে কুয়াশার দাপটও

  • উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement