Virat Kohli: চাপের মুহূর্তে কোহলির রাজকীয় সেঞ্চুরি, বুঝিয়ে দিলেন ওডিআই ক্রিকেটে এখনও তিনিই 'কিং'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: বছর বদলেছে, সময় বদলেছে, কিন্তু বিরাট কোহলির রানের খিদে সেই একইরকম রয়ে গিয়েছে। আর রান তাড়া করার সময় কোহলির ব্যাট আরও বিরাট হয়ে ওঠে তা সকলের জানা।
advertisement
1/5

বছর বদলেছে, সময় বদলেছে, কিন্তু বিরাট কোহলির রানের খিদে সেই একইরকম রয়ে গিয়েছে। আর রান তাড়া করার সময় কোহলির ব্যাট আরও বিরাট হয়ে ওঠে তা সকলের জানা।
advertisement
2/5
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওরে সিরিজ নির্ণায়ক ম্যাচে, কঠিন পরিস্থিতিতে ৩৩৮ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে আরও একটি সেঞ্চুরি করলেন ওডিআই ক্রিকেটের রাজা।
advertisement
3/5
একদিকে থেকে দল একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে, কিন্তু অপরদিকে ঠান্ডা মাথায় নিজের কাজ করে গিয়েছেন বিরাট কোহলি। সেট হতেই প্রয়োজন মত রানের গতিবেগও বাড়িয়েছেন।
advertisement
4/5
শেষ পর্যন্ত ৯১ বলে নিজের শতরান পূরণ করেন বিরাট কোহলি। চাপের মুহূর্তে ব্যাটিংয়ে খুব একটা বাউন্ডারি না মারলেও স্ট্রাইক রেট বজায় রাখেন কোহলি। সেঞ্চুরির সময় ৮টি চার ও ২টি ছয় ছিল বিরাটের ঝুলিতে।
advertisement
5/5
এটি বিরাট কোহলির ৫৪ তম শতরান। আর রান তাড়া করার ক্ষেত্রে ২৯ তম শতরান। একের পর এক স্মরণীয় ও লড়াকু ইনিংস খেলে বিরাট কোহলি বুঝিয়ে দিচ্ছেন এখনও অনেক ক্রিকেট বাকি তার মধ্যে।