TRENDING:

IND vs NZ: কোহলির শতরানও বাঁচাতে পারল না ভারতকে! গম্ভীরের কোচিংয়ে আরও এক লজ্জার ইতিহাস টিম ইন্ডিয়ার

Last Updated:

IND vs NZ 3rd ODI: কাজে এল না বিরাট কোহলির রাজকীয় লড়াকু সেঞ্চুরি। বিফলে গেল নীতিশ রেড্ডি ও হর্ষিত রানার লড়াই। ফের একবার গৌতম গম্ভীরের কোচিংয়ে লজ্জার ইতিহাস লিখল ভারতীয় ক্রিকেট দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাজে এল না বিরাট কোহলির রাজকীয় লড়াকু সেঞ্চুরি। বিফলে গেল নীতিশ রেড্ডি ও হর্ষিত রানার লড়াই। ফের একবার গৌতম গম্ভীরের কোচিংয়ে লজ্জার ইতিহাস লিখল ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেট ইতিহাসে প্রথমবার ভারতে এসে ভারতকে ওয়ান ডে সিরিজ হারাল নিউজিল্যান্ড। ৩৩৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৪ ওভার বাকি থাকতে ২৯৬ রানে অলআউট হয়ে যায় ভারত। কোহলি যতক্ষণ ছিল আশা ছিল ভারতের। কিন্তু ১২৪ রানের ইনিংস খেলে বিরাট ফিরতেই সব আশা শেষ। ৪১ রানে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরল ব্ল্যাক ক্যাপসরা।
News18
News18
advertisement

ইনদওরে সিরিজ নির্ণায়ক ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ৫ রানের মধ্যে দুটি ও ৫৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচের শুরুতে চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড দল। কিন্তু প্রবল চাপের মধ্যে ফের একবার ভারতীয় বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তাদের ২১৯ রানের রেকর্ড পার্টনারশিপ পাল্টা ভারতীয় দলকে চাপে ফেলে দেয়।

advertisement

ড্যারিল মিচেল প্রথম বিদেশী ব্যাটার হিসেবে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে টানা ৫টি ৫০ বা তার বেশি স্কোর করা প্রথম ব্যাটার হন। নিজের সেঞ্চুরিও পূরণ করেন। শেষ পর্যন্ত ১৩১ বলে ১৩৭ রানের ইনিংস খেলে আউট হন মিচেল। অপরদিকে, ড্যারিল মিচেলকে প্রথমে ঠান্ডা মাথায় সঙ্গ দেন গ্লেন ফিলিপস। এরপর সেট হতেই একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি। সেঞ্চুরিও করেন। ৮৮ বলে ১০৬ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন ফিলিপস। মিচেল ও ফিলিপস আউট হওয়াক পর দ্রুত কয়েকটি উইকেট পড়ে কিউইদের। তবে শেষের দিকে ১৮ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন ব্রেসওয়েল। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রানে পৌছে যায় নিউজিল্যান্ড।

advertisement

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতীয় দলের। ৩৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ৭১ রানে ৪ উইকেট খুইয়ে বসে ভারত। সাজঘরে ফেরত যান রোহিত, গিল, শ্রেয়স, রাহুল। সেই সময় একদিক থেকে একা লড়াই চালিয়ে যান কোহলি। ঠান্ডা মাথায় নিজের কাজ করে গিয়েছেন বিরাট কোহলি। সেট হতেই প্রয়োজন মত রানের গতিবেগও বাড়িয়েছেন। তাকে কিছুটা সঙ্গ দেন নীতিশ রেড্ডি। ৮৮ রানের পার্টনারশিপ করেন দুজনে। কোহলি নিজের হাফ সেঞ্চুরি করেন। নীতিশ রেড্ডি ৫৩ রান করে আউট হন নিরাশ করেন জাদেজাও।

advertisement

আরও পড়ুনঃ Virat Kohli: চাপের মুহূর্তে কোহলির রাজকীয় সেঞ্চুরি, বুঝিয়ে দিলেন ওডিআই ক্রিকেটে এখনও তিনিই ‘কিং’

সেরা ভিডিও

আরও দেখুন
সাবেকিয়ানাকে ছাপিয়ে আধুনিক চমক! কালনার সরস্বতী পুজোয় AI ভাবনায় দেবী
আরও দেখুন

এরপর হর্ষিত রানা ও বিরাট কোহলি মিলে দলকে টেনে নিয়ে যান। তাদের ৯৯ রানের পার্টনারশিপ আশা জাগিয়েছিল ভারতকে। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন কোহলি ও রানা। নিজের প্রথম হাফ সেঞ্চুরি পূরণ করেন রানা। কোহলি ৯১ বলে নিজের আন্তর্জাতিক একদিনের কেরিয়ারে ৫৪ তম সেঞ্চুরি করেন। কিন্তু রানা ৫২ ও কোহলি ১২৪ রানে ফিরতেই সব আশা শেষ হয়ে যায়। ২৯৬ রানে শেষ হয় ভারতের ইনিংস।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ: কোহলির শতরানও বাঁচাতে পারল না ভারতকে! গম্ভীরের কোচিংয়ে আরও এক লজ্জার ইতিহাস টিম ইন্ডিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল