Virat Kohli: চাপের মুহূর্তে কোহলির রাজকীয় সেঞ্চুরি, বুঝিয়ে দিলেন ওডিআই ক্রিকেটে এখনও তিনিই 'কিং'

Last Updated:
Virat Kohli: বছর বদলেছে, সময় বদলেছে, কিন্তু বিরাট কোহলির রানের খিদে সেই একইরকম রয়ে গিয়েছে। আর রান তাড়া করার সময় কোহলির ব্যাট আরও বিরাট হয়ে ওঠে তা সকলের জানা।
1/5
বছর বদলেছে, সময় বদলেছে, কিন্তু বিরাট কোহলির রানের খিদে সেই একইরকম রয়ে গিয়েছে। আর রান তাড়া করার সময় কোহলির ব্যাট আরও বিরাট হয়ে ওঠে তা সকলের জানা।
বছর বদলেছে, সময় বদলেছে, কিন্তু বিরাট কোহলির রানের খিদে সেই একইরকম রয়ে গিয়েছে। আর রান তাড়া করার সময় কোহলির ব্যাট আরও বিরাট হয়ে ওঠে তা সকলের জানা।
advertisement
2/5
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওরে সিরিজ নির্ণায়ক ম্যাচে, কঠিন পরিস্থিতিতে ৩৩৮ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে আরও একটি সেঞ্চুরি করলেন ওডিআই ক্রিকেটের রাজা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওরে সিরিজ নির্ণায়ক ম্যাচে, কঠিন পরিস্থিতিতে ৩৩৮ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে আরও একটি সেঞ্চুরি করলেন ওডিআই ক্রিকেটের রাজা।
advertisement
3/5
একদিকে থেকে দল একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে, কিন্তু অপরদিকে ঠান্ডা মাথায় নিজের কাজ করে গিয়েছেন বিরাট কোহলি। সেট হতেই প্রয়োজন মত রানের গতিবেগও বাড়িয়েছেন।
একদিকে থেকে দল একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে, কিন্তু অপরদিকে ঠান্ডা মাথায় নিজের কাজ করে গিয়েছেন বিরাট কোহলি। সেট হতেই প্রয়োজন মত রানের গতিবেগও বাড়িয়েছেন।
advertisement
4/5
শেষ পর্যন্ত ৯১ বলে নিজের শতরান পূরণ করেন বিরাট কোহলি। চাপের মুহূর্তে ব্যাটিংয়ে খুব একটা বাউন্ডারি না মারলেও স্ট্রাইক রেট বজায় রাখেন কোহলি। সেঞ্চুরির সময় ৮টি চার ও ২টি ছয় ছিল বিরাটের ঝুলিতে।
শেষ পর্যন্ত ৯১ বলে নিজের শতরান পূরণ করেন বিরাট কোহলি। চাপের মুহূর্তে ব্যাটিংয়ে খুব একটা বাউন্ডারি না মারলেও স্ট্রাইক রেট বজায় রাখেন কোহলি। সেঞ্চুরির সময় ৮টি চার ও ২টি ছয় ছিল বিরাটের ঝুলিতে।
advertisement
5/5
এটি বিরাট কোহলির ৫৪ তম শতরান। আর রান তাড়া করার ক্ষেত্রে ২৯ তম শতরান। একের পর এক স্মরণীয় ও লড়াকু ইনিংস খেলে বিরাট কোহলি বুঝিয়ে দিচ্ছেন এখনও অনেক ক্রিকেট বাকি তার মধ্যে।
এটি বিরাট কোহলির ৫৪ তম শতরান। আর রান তাড়া করার ক্ষেত্রে ২৯ তম শতরান। একের পর এক স্মরণীয় ও লড়াকু ইনিংস খেলে বিরাট কোহলি বুঝিয়ে দিচ্ছেন এখনও অনেক ক্রিকেট বাকি তার মধ্যে।
advertisement
advertisement
advertisement