Rohit Sharma: পরপর ৩ ম্যাচেই ফ্লপ!তারপরও ইনদওরে বড় রেকর্ড গড়লেন রোহিত শর্মা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও নির্ণায়ক ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও একটি বিশেষ রেকর্ডের অধিকারী রোহিত শর্মা।
advertisement
1/5

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও নির্ণায়ক ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও একটি বিশেষ রেকর্ডের অধিকারী রোহিত শর্মা। ইনদওরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তিনি ভারতের মাটিতে নিজের ১০০তম ওয়ানডে ম্যাচ খেলেন। এর মাধ্যমে রোহিত শর্মা এমন এক এলিট তালিকায় প্রবেশ করলেন, যেখানে আগে থেকেই রয়েছেন সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, বিরাট কোহলি, মহম্মদ আজহারউদ্দিন ও যুবরাজ সিং।
advertisement
2/5
ভারতের মাটিতে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড এখনও কিংবদন্তি সচিন তেন্ডুলকরের দখলে। তিনি ১৯৯০ থেকে ২০১১ সালের মধ্যে ভারতে ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তাঁর পরেই রয়েছেন এমএস ধোনি ও বিরাট কোহলি, দু’জনেই খেলেছেন ১৩০টি করে ম্যাচ। এই তালিকায় রোহিত শর্মার নাম যুক্ত হওয়া নিঃসন্দেহে তাঁর দীর্ঘ ও সফল কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
advertisement
3/5
যদিও ব্যক্তিগত রেকর্ডের দিনে রোহিত ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ৩৩৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অধিনায়কের কাছ থেকে বড় ইনিংসের আশা করেছিল। কিন্তু তিনি মাত্র ১১ রান করে আউট হন। ১৩ বলের ইনিংসে দুটি চার মারলেও বড় ইনিংসে রূপ দিতে ব্যর্থ হন তিনি।
advertisement
4/5
এই ম্যাচে রোহিতের উইকেট নেন ফোকস। রোহিত ক্যাচ তুলে দেন ক্রিশ্চিয়ান ক্লার্কের হাতে। আগের দুই ম্যাচের মতোই এবারও তিনি ভালো শুরু পেলেও তা কাজে লাগাতে পারেননি, যা ভারতীয় সমর্থকদের কিছুটা হতাশ করেছে।
advertisement
5/5
পুরো সিরিজ জুড়েই রোহিত শর্মার ব্যাট ছিল নীরব। তিন ম্যাচে তিনি মোটে ৬১ রান করেন। প্রথম ম্যাচে ২৬ রান করে ভারতকে জিততে সাহায্য করলেও দ্বিতীয় ম্যাচে ২৪ রান করে হারের সাক্ষী হন। তৃতীয় ম্যাচে মাত্র ১১ রানে থামেন তিনি। তবুও, ভারতের মাটিতে ১০০ ওয়ানডে খেলার কৃতিত্ব তাঁর কেরিয়ারে এক গর্বের অধ্যায় হয়েই থাকবে।